
বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি: সিলেটের বিশ্বনাথ উপজেলার লামাকাজী পেট্রোল পাম্পের সামনে সিলেট- সুনামগঞ্জ রোডে পিকআপ অটোরিকশা (সিএনজির) মুখোমুখি সংর্ঘষে অটো চালক মো: কুতুব (৪৫) নামের এক ব্যাক্তি নিহত হয়েছেন।.
.
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার ( ২৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার সময় লামাকাজী পয়েন্টের পশ্চিমে অবস্থিত শাহজালালাল পেট্রোল পাম্পের সামনে সিএনজি-পিকআপ এর মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। সংর্ঘষে সিলেটের জালালাবাদ থানার যুগিরগাঁও গ্রামের মৃত আব্দুন নুরের ছেলে অটো চালক মো: কুতুব (৪৫) নিহত হন। নিহতের ছোট ভাই কাডানা প্রবাসী সাংবাদিক আমির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।.
.
এব্যাপারে বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ এনামুল হক চৌধুরী জানান, দুর্ঘটনার স্থান বিশ্বনাথের আওতাধীন হলে ও এটি হাইওয়ে পুলিশ তদন্ত করছে। হাইওয়ে পুশিল আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।.
ডে-নাইট-নিউজ /
আপনার মতামত লিখুন: