• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৩ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ; ০৭ আগষ্ট, ২০২৫ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

বিশ্বনাথে আমন রোপনে ব্যস্ত চাষীরা


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: বৃহস্পতিবার, ০৭ আগষ্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, ০৮:২৩ পিএম;
বিশ্বনাথে আমন রোপনে ব্যস্ত চাষীরা
বিশ্বনাথে আমন রোপনে ব্যস্ত চাষীরা

 .

মো. সায়েস্তা মিয়া, বিশ্বনাথ প্রতিনিধিঃ আমন রোপনের এখন ভরা মৌসুম। আষাঢ়-শ্রাবন থেকে শুরু করে ভাদ্র- আশ্বিনের প্রথমার্ধ পরযন্ত আমন রোপনে ব্যস্ত সময় কাটাবেন কৃষকেরা। প্রাকৃতিক পরিবেশ অনুকূল বা প্রতিকূল যাই হোক না কেন রোপনের কাজ শেষ করার এক ধরনের পণ নিয়ে মাঠে আছেন কৃষককূল। ইতিমধ্যে ভারী বৃষ্টি উপেক্ষা করে বীজতলা থেকে চারা সংগ্রহ করে আমন রোপনে ব্যস্ত থাকতে দেখা গেছে কৃষকদের। উপজেলা জুড়ে রোপা আমনের আবাদ লক্ষ্য মাত্রা পুরণ হবে বলে আশাবাদ ব্যক্ত করছে উপজেলা কৃষি অফিস।.

 .

বিশ্বনাথ উপজেলার ৮টি ইউনিয়ন ও পৌরসভা মিলিয়ে এবার আমন উৎপাদন লক্ষ্যমাত্র নির্ধারণ করা হয়েছে ১৩২৩০ হেক্টর জমি। ইতিপূর্বে উপজেলা ঘুরে দেখা চিত্র ও কৃষি অফিস সূত্রে পাওয়া তথ্যে ২ হাজার হেক্টর জমি আমন আবাদ হয়েছে বলে জানা গেছে। বন্যা কিংবা প্রাকৃতিক কোন ক্ষতির সম্মুখিন না হলে আবাদকৃত রোপা আমন থেকে মোট ৩৫০৬৯ মেট্রিক টন ধান পাওয়ার সম্ভাবনা রয়েছে।.

 .

কৃষি অফিস থেকে জানা গেছে এবার আমন উৎপাদনে দেশী জাতের আমন সহ হাইব্রীড ও উপসী জাতের ধান আবাদ করছেন কৃষকেরা। হাইব্রীড জাতের মধ্যে রয়েছে এরাইজ, ধানী গোল্ড, ব্রাক ১০ ও ২০। উপসী জাতের মধ্যে আছে বিনা ৭, ১১, ১৭, ও ২৬। বিআর ১১,২২,২৩। ব্রি ধান ৩২, ৩৩, ৩৪, ৪১, ৪৬, ৪৯, ৫১, ৫২, ৭১, ৭৫, ৯০ ও ১০৩ জাত। স্থানীয় জাতের মধ্যে রয়েছে জরিসাইল, ময়নাসাইল, কালোজিরা, হাসিম ও বেরুইন জাতের ধান।.

বিশ্বনাথ উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ বিল্লাল হোসেন জানান, আমন রোপনের বিষয়টি উপজেলা কৃষি দপ্তর থেকে তদারকী ও কৃষকদের পরামর্শ প্রদান করে আসছে। আমনের রোগবালাই দমনে এবং যথাযথ পরিচর্চার প্রতি কৃষকদের সচেতন থাকার আহবান জানান তিনি।. .

ডে-নাইট-নিউজ /

কৃষি বিভাগের জনপ্রিয় সংবাদ