বিশ্বনাথ উপজেলার ৫টি ইউনিয়নে আগামী ১৭ জুলাই নির্বাচন কে সামনে রেখে বাংলাদেশ আওয়ামীলীগের ১১ নেতা দলীয় মনোনয়ন ফরম জমা দিয়েছেন। নির্বাচন কমিশন ঘোষিত বিশ্বনাথ উপজেলার ৫টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে ১৭ জুলাই। নির্বাচন উপলক্ষে সোমবার ৫ জুন ২০২৩ ইং আওয়ামী লীগের বর্ধিত সভায় ৫ ইউনিয়নে আওয়ামী লীগের মনোনয়ন ফরম জমা দিয়েছেন আওয়ামী লীগের ১১ জন প্রার্থী।.
দলীয় প্রতিক চেয়ে নির্বাচনে অংশ নিতে ফরম জমা দিয়েছেন বিশ্বনাথ ইউনিয়নে আব্দুল জলিল হিরন, রামপাশা ইউনিয়নে আজিজুর রহমান, আতিকুর রহমান, ফয়ছল আহমদ, আরব আলী শাহ, অলংকারি ইউনিয়নে শাহ তাজুল ইসলাম মাইকেল, দৌলতপুর ইউনিয়নে সফিক মিয়া, ওয়াহাব আলী, ও দেওকলস ইউনিয়নে আবুল কালাম জুয়েল, ফখরুল আহমদ মতছিন, মোহাম্মদ এম আলী এনামুল হক।.
উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শাহ আসাদুজামান জানিয়েছেন, ৫টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় প্রতিক চেয়ে ১১জন আওয়ামী লীগ নেতার ফরম কেন্দ্রে প্রেরণ করা হবে। ফরম জমার দু’তিন দিনের ভিতরে দলীয় সভানেত্রী মনোনয়ন চুড়ান্ত করবেন।. .
ডে-নাইট-নিউজ / বিশ্বনাথ প্রতিনিধিঃ
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
আপনার মতামত লিখুন: