• ঢাকা
  • রবিবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ; ১৯ মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

বাড়িতেই পতিতাবৃত্তি চালাতেন টিটু পুলিশের অভিযানে এক নারীসহ আটক ৪


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: বৃহস্পতিবার, ১১ মে, ২০২৩ খ্রিস্টাব্দ, ০৩:১৭ পিএম;
বাড়িতেই পতিতাবৃত্তি চালাতেন টিটু পুলিশের অভিযানে এক নারীসহ আটক ৪
বাড়িতেই পতিতাবৃত্তি চালাতেন টিটু পুলিশের অভিযানে এক নারীসহ আটক ৪

দিনাজপুরের ফুলবাড়ী পৌরশহরের এক বাসাবাড়ীর দোতলায় দীর্ঘদিন থেকে পতিতাবৃত্তি চালিয়ে আসছিলেন ওই বাসা মালিকের ছেলে রফিকুল ইসলাম টিটু (৪৫)। এলাকাবাসীদের অভিযোগের ভিত্তিতে দীর্ঘদিন নজরদারির পর খদ্দের ও এক নারীসহ চারজনকে আটক করেছে থানা পুলিশ।.

ঘটনাটি গত বুধবার (১০ মে) রাত ৮টার দিকে পৌর এলাকার পূর্ব গৌরীপাড়া (বাংলা স্কুল সংলগ্ন) গ্রামে ঘটেছে।.

আটককৃতরা হলেন, বাড়ীর মালিক রেজাউল ইসলামের ছেলে রফিকুল ইসলাম টিটু (৪৫), খদ্দের পার্বতীপুর উপজেলার পূর্ব সুকদেবপুর গ্রামের (চেয়ারম্যানপাড়া) ফয়জার মেম্বারের ছেলে রউফ বাবু (১৮), একই গ্রামের জহুরুল ইসলামের ছেলে পিয়ার আলী (১৮) ও পতিতাবৃত্তিতে ব্যবহৃত নারী (২১)। .

থানার উপ-পরিদর্শক (এসআই) আরিফুল ইসলামের রুজুকৃত মামলা আরজি সূত্রে জানা যায়, পৌর এলাকার পূর্ব গৌরীপাড়া গ্রামের রফিকুল ইসলাম টিটুর বাড়ীর দোতলায় বুধবার (১০ মে) রাতে পতিতাবৃত্তির সময় স্থানীয়রা ওই বাড়ী ঘেরাও করে পুলিশে খবর দেন। পরে মামলার বাদি উপ-পরিদর্শক (এসআই) আরিফুল ইসলামের একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাড়ীর মালিক রফিকুল ইসলাম টিটু এবং এক পতিতাসহ রউফ বাবু ও পিয়ার আলী নামের দুইজন খদ্দরকে আটক করে। একই সময়ে পতিতাবৃত্তির কাজে ব্যবহারের জন্য সরকারি ১০ টি নিরাপদ কনডম জব্দ করা হয়। 
ধৃত বাড়ীর মালিক রফিকুল ইসলাম টিটু জিজ্ঞাসাবাদে পুলিশকে জানিয়েছেন, দীর্ঘদিন থেকে তার পূর্ব গৌরীপাড়াস্থ বাড়ীর দোতলায় আটক নারীসহ বেশ কয়েকজন নারীকে দিয়ে পতিতাবৃত্তির কার্যক্রম চালিয়ে আসছিলেন। একইভাবে রউফ বাবু ও পিয়ার আলীও পুলিশের কাছে স্বীকার করেছেন, তারা ওই নারীর সাথে রফিকুল ইসলাম টিটুর দোতলায় পতিতাবৃত্তিতে লিপ্ত হয়েছিলেন। .

এদিকে এলাকার বাসিন্দারা নাম প্রকাশ না করার শর্তে বলেন, দীর্ঘদিন থেকে রফিকুল ইসলাম টিটু অদৃশ্য ক্ষমতার বলে দিনে রাতে তার বাড়ীতে পতিতাবৃত্তির কার্যক্রম চালিয়ে আসছিলেন। তার সঙ্গে বিভিন্ন এলাকার প্রভাবশালী কিছু ব্যক্তি ও বখাটের সখ্যতা থাকায় প্রতিবেশীরা এ বিষয়ে প্রতিবাদ করার সাহস পাচ্ছিলেন না। .

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশ্রাফুল ইসলাম বলেন, দীর্ঘদিন থেকে ওই বাড়ীতে পুলিশের নজরদারী ছিল। শেষতক পতিতাসহ খদ্দের ও বাড়ীর মালিককে আটক করা গেছে। এ ব্যাপারে মামলা রুজু করা হয়েছে। আটককৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে। তবে শুধু রফিকুল ইসলাম টিটুর বাড়ীতে নয়, পৌরশহরে এমন আরো কয়েকটি বাড়ীতে পতিতাবৃত্তি চলছে, এমন তথ্যও পুলিশের হাতে রয়েছে। দ্রুততম সময়ের মধ্যেই তাদেরকেও আটক করে আইনের আওতায় আনা সম্ভব হবে।. .

ডে-নাইট-নিউজ / প্লাবন শুভ, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:

অপরাধ বিভাগের জনপ্রিয় সংবাদ