• ঢাকা
  • সোমবার, ৩০ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ১৩ মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

ফুলবাড়ীর ৩২০ ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবার পেল মুরগীর প্যাকেজ


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: বুধবার, ০৪ অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ, ০৩:৫৬ পিএম;
ফুলবাড়ীর ৩২০ ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবার পেল মুরগীর প্যাকেজ
ফুলবাড়ীর ৩২০ ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবার পেল মুরগীর প্যাকেজ

দিনাজপুরের ফুলবাড়ীতে সমতল ভূমির বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থসামাজিক ও জীবন মানোন্নয়নের লক্ষে সমন্বিত প্রাণীসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় উপজেলার ৩২০ টি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবারের মাঝে মুরগীর প্যাকেজ বিতরণ করা হয়েছে। .

বুধবার (৪ অক্টোবর) দুপুর ১২টায় উপজেলা প্রাণীসম্পদ দপ্তর ও ভেটেরিনারী হাসপাতালের যৌথ উদ্যোগে আয়োজিত মুরগী বিতরনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর মো. আল কামাহ্ তমাল।.

এতে উপজেলা ভেটেরিনারী সার্জন ডা. নেয়ামত আলীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাবেক গণশিক্ষা মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. মোস্তাফিজুর রহমান ফিজার এমপি, এতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ড. রবিউল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান মিল্টন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এনামুল হুদা, পৌর মেয়র মাহমুদ আলম লিটন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী, জেলা পরিষদ সদস্য শফিকুল ইসলাম, কাজীহাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মানিক রতন, থানার পরিদর্শক (ওসি তদন্ত) শফিকুল ইসলাম, ফুলবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ওয়াহিদুল ইসলাম ডিফেন্স, সাংগঠনিক সম্পাদক ও আমরা করব জয় সমাজ কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা ও সভাপতি প্লাবন শুভ প্রমুখ।.

শেষে আনুষ্ঠানিকভাবে ৩২০ টি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবারের মাঝে ২০টি করে মুরগীর প্যাকেজ তুলে দেন অনুষ্ঠানের অতিথিদ্বয়।. .

ডে-নাইট-নিউজ / প্লাবন শুভ, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:

সারাদেশ বিভাগের জনপ্রিয় সংবাদ