• ঢাকা
  • সোমবার, ২৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ০৬ মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

ফুলবাড়ীতে ৪২ দফা দাবিতে দোকান কর্মচারী ইউনিয়নের বিক্ষোভ


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: শনিবার, ০৯ মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, ০৩:৪৮ পিএম;
ফুলবাড়ীতে ৪২ দফা দাবিতে দোকান কর্মচারী ইউনিয়নের বিক্ষোভ
ফুলবাড়ীতে ৪২ দফা দাবিতে দোকান কর্মচারী ইউনিয়নের বিক্ষোভ

দিনাজপুরের ফুলবাড়ীতে শনিবার (৯ মার্চ) দোকান কর্মচারী ইউনিয়নের উদ্যোগে সাপ্তাহিক ছুটি, সমপরিমান বোনাস, ৮ ঘন্টার বেশি শ্রম দিলে অভার টাইমসহ ৪২ দফা দাবিতে বিক্ষোভ মিছিল করা হয়েছে। .

সকাল ১১টায় ফুলবাড়ী পৌরবাজার কাপড়পট্টিতে আয়োজিত আলোচনা সভায় সভায় সভাপতিত্ব করেন ফুলবাড়ী দোকান কর্মচারী ইউনিয়নের প্রতিষ্ঠাতা সভাপতি হামিদুল হক। এতে বক্তব্য রাখেন উপজেলা ওয়ার্কাস পার্টির সম্পাদক শফিকুল ইসলাম শিকদার, উপজেলা স্বর্ণশিল্পী শ্রমি ইউনিয়নের আহবায়ক মানিক মন্ডল, দোকান কর্মচারী ইউনিয়নের সাবেক প্রতিষ্ঠাতা সহসভাপতি কমল চন্দ্র সাহা, সাবেক সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন, বর্তমান সাধারণ সম্পাদক ফরিদ আলী, সদস্য জাফরউল্লাহ্ আনছারী, তাজুল ইসলাম, মিলন রহমান, রানা মন্ডল প্রমুখ।.

আলোচনা শেষে সংগঠনের সদস্যদের মাঝে পরিচয়পত্র বিতরণ করা হয়। পরে ৪২ দফা দাবি পেশ করেন ফুলবাড়ী দোকান কর্মচারী ইউনিয়নের প্রতিষ্ঠাতা সভাপতি হামিদুল হক। .

দাবি সমূহের মধ্যে উল্লেখযোগ্য, শনিবার সাপ্তাহিক ছুটির দিনে শ্রমিক/কর্মচারীদের কোন ব্যবসাপ্রতিষ্ঠান ও কলকারখানায় কাজ করানো যাবে না। ঈদ-পূজায় শ্রমিক-কর্মচারীদের বেতনের সমপরিমান বোনাস দিতে হবে। কোন প্রতিষ্ঠান কর্তৃক ৮ ঘন্টার বেশি শ্রমিক কর্মচারীদের কাজ করানো হয় তবে অভারটাইমের অর্থ দিতে হবে। বিনা কারণে বা কথায় কথায় শ্রমিক-কর্মচারীদের ছাঁটাই করা চলবে না। প্রতিষ্ঠানের মালিক ও কর্মরত শ্রমিকদের মধ্যে কোন বিরোধ দেখা দিলে নিজেরা সমাধান করিতে না পারলে তা উভয় সংগঠনের প্রতিনিধিদের নিয়ে সমাধান করতে হবে। চুক্তি মোতাবেক মাসিক বেতন হিসেবে পরিশোধ করিতে হবে, বকেয়া রাখা চলবে না ইত্যাদি। .

শেষে এক বিক্ষোভ মিছিল পৌরশহর প্রদক্ষিণ করে।.

.

ডে-নাইট-নিউজ / প্লাবন শুভ, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:

সারাদেশ বিভাগের জনপ্রিয় সংবাদ