• ঢাকা
  • শনিবার, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ; ১৮ মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

ফুলবাড়ীতে সমবায় ব্যবস্থাপনা সংক্রান্ত প্রশিক্ষণ


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২:০৪ পিএম;
ফুলবাড়ীতে সমবায় ব্যবস্থাপনা সংক্রান্ত প্রশিক্ষণ
ফুলবাড়ীতে সমবায় ব্যবস্থাপনা সংক্রান্ত প্রশিক্ষণ

 দিনাজপুরের ফুলবাড়ীতে সামাজিক ও মানবিক সংস্থা আমরা করব জয় এর উদ্যোগে প্রস্তাবিত আমরা করব জয় যুব সমবায় সমিতির উদ্যোক্তা সদস্যদের নিবন্ধনপূর্ব সমবায় ব্যবস্থাপনা সংক্রান্ত প্রশিক্ষণ দেয়া হয়েছে। সোমবার (২৯ এপ্রিল) বিকাল সাড়ে ৫টায় উপজেলা সমবায় কার্যালয়ের বাস্তবায়নে উপজেলা রোডস্থ ফুলবাড়ী প্রেসক্লাব হলরুমে আয়োজিত প্রশিক্ষণে সভাপতিত্ব করেন সংস্থাটির প্রতিষ্ঠাতা ও সভাপতি সাংবাদিক প্লাবন শুভ।.


    এতে সাধারণ সম্পাদক সোহেল রানার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা মো. মাজহারুল ইসলাম।.


    এতে আরো বক্তব্য রাখেন সহসভাপতি পলাশ দাস বাপ্পী, যুগ্ম সাধারণ সম্পাদক মিঠুন দত্ত, কোষাধ্যক্ষ আমিনুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য কংকনা রায়, সদস্য আইরিন আক্তার হিরা, রাজিন শ্রেয়াস রুমান, দেবাশিষ সরকার সনজু, নজরুল ইসলাম, একরামুল মন্ডল, রেজওয়ানা পারভিন ডলি, সাইফুল ইসলাম, জহিরুল ইসলাম প্রমুখ।.


    প্রধান অতিথির বক্তব্যে উপজেলা সমবায় কর্মকর্তা মো. মাজহারুল ইসলাম বলেন, আমরা করব জয় সংস্থাটি ফুলবাড়ী উপজেলার মধ্যে সবচেয়ে সক্রিয় একটি সংগঠন। তারা প্রতিনিয়ত সামাজিক ও মানবিক কাজগুলো করে যাচ্ছে। যা দেশ ও সমাজের অগ্রণী ভূমিকা রাখছে। সংস্থাটিতে যুবদের সংখ্যা বেশি। তাই যুবশক্তিকে আরো সক্রিয় করতে সমবায় সমিতির আওতায় আনা হবে সংস্থাটিকে। শিঘ্রই তাদেরকে সমবায় অধিদপ্তর থেকে নিবন্ধন দেয়া হবে। 
 . .

ডে-নাইট-নিউজ / প্লাবন শুভ, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি :

সারাদেশ বিভাগের জনপ্রিয় সংবাদ