• ঢাকা
  • শনিবার, ২১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ০৪ মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

ফুলবাড়ীতে শ্রীরামকৃষ্ণ দেবের ১৮৯তম জন্ম উৎসব পালিত


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: রবিবার, ৩১ মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, ১০:২৭ এএম;
ফুলবাড়ীতে শ্রীরামকৃষ্ণ দেবের ১৮৯তম জন্ম উৎসব পালিত
ফুলবাড়ীতে শ্রীরামকৃষ্ণ দেবের ১৮৯তম জন্ম উৎসব পালিত

দিনাজপুরের ফুলবাড়ীতে রামকৃষ্ণ সেবাশ্রমের উদ্যোগে শ্রীরামকৃষ্ণ দেবের ১৮৯তম বর্ধিত জন্ম উৎসব পালন করা হয়েছে।.

শনিবার (৩০ মার্চ)  দুপুরে সেবাশ্রম চত্বরে আয়োজিত ধর্মসভায় সভাপতিত্ব করেন বিশিষ্ট ব্যবসায়ী রাজেন্দ্র প্রসাদ গুপ্ত।.

সভা সঞ্চালনা করেন সহকারী অধ্যাপক (অবসরপ্রাপ্ত) ধীরেন্দ্র নাথ সরকার। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন দিনাজপুর রামকৃষ্ণ আশ্রমের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী বিভাত্মানন্দজী মহারাজ, প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন ভারতের কালিকট রামকৃষ্ণ সেবাশ্রমের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী নরসিংহানন্দজী মহারাজ, স্বাগত বক্তব্য দেন ফুলবাড়ী রামকৃষ্ণ সেবাশ্রমের সভাপতি প্রধান শিক্ষক সঞ্জয় কুমার চক্রবর্তী।.

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উপজেলা পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী মুশফিকুর রহমান বাবুল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী, ফুলবাড়ী রামকৃষ্ণ সেবাশ্রমের উপদেষ্টা ডা. নিরঞ্জন কুমার রায়, সাধারণ সম্পাদক রতন চক্রবর্তীসহ অনেকে।.

সভা শেষে পূজা অর্চনা, হোম যজ্ঞ, ধর্মীয় সংগীত অনুষ্ঠানসহ প্রসাদ বিতরণ করা হয়। এতে হিন্দুধর্মাবলম্বী ৩ শতাধিক বিভিন্ন বয়সি নারী-পুরুষ উপস্থিত ছিলেন।.

.

ডে-নাইট-নিউজ / প্লাবন শুভ, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি :

সারাদেশ বিভাগের জনপ্রিয় সংবাদ