• ঢাকা
  • সোমবার, ২২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ০৬ মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

ফুলবাড়ীতে শিক্ষার্থীদের উপস্থিতিতে সাড়ে সাত কোটি টাকার মাদক ধ্বংস


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: মঙ্গলবার, ২০ ফেরুয়ারী, ২০২৪ খ্রিস্টাব্দ, ০৫:১৯ পিএম;
ফুলবাড়ীতে শিক্ষার্থীদের উপস্থিতিতে সাড়ে সাত কোটি টাকার মাদক ধ্বংস
ফুলবাড়ীতে শিক্ষার্থীদের উপস্থিতিতে সাড়ে সাত কোটি টাকার মাদক ধ্বংস

প্লাবন শুভ, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দিনাজপুরের ফুলবাড়ী ২৯ ব্যাটালিয়ন এবং দিনাজপুর ৪২ ব্যাটালিয়নের পৃথক মাদকবিরোধী অভিযানের জব্দকৃত ৭ কোটি ৫৯ লাখ ৩৬ হাজার ৪৪৬ টাকার মাদকদ্রব্য ধ্বংস করা হয়। মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) বিকাল চারটায় বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপস্থিতিতে ফুলবাড়ী ২৯ ব্যাটালিয়ন সদর দপ্তরে এসব মাদকদ্রব্য ধ্বংস করা হয়।.


    এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল খোন্দকার শফিকুজ্জামান, পিএসসি।.


    এছাড়াও উপস্থিত ছিলেন দিনাজপুর সেক্টর কমান্ডার কর্ণেল রাশেদ আসগর, পিএসসি, জি, দিনাজপুর ৪২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. আহসান উল ইসলাম, পিএসসি, ফুলবাড়ী ২৯ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এ বি এম জাহিদুল করিম প্রমুখ।.


    ফুলবাড়ী ২৯ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এ বি এম জাহিদুল করিম ও দিনাজপুর ৪২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. আহসান উল ইসলাম, পিএসসি বলেন, ফুলবাড়ী ২৯ ব্যাটালিয়ন কর্তৃক গত ২০২২ সালের ১৬ ডিসেম্বর  হতে চলতি বছরের ৩১ জানুয়ারি পর্যন্ত এবং দিনাজপুর ৪২ ব্যাটালিয়ন কর্তৃক গত ২০২২ সালের ১১ মে হতে চলতি বছরের পর্যন্ত মালিকবিহীন অবস্থায় আটককৃত বিপুল পরিমাণ মাদকদ্রব্য ফুলবাড়ী ২৯ ব্যাটালিয়ন সদর দপ্তরের প্রশিক্ষণ মাঠে আদালতের অনুমতিক্রমে এবং জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের উপস্থিতি উল্লিখিত জব্দকৃত মাদকদ্রব্যগুলো আনুষ্ঠানিকভাবে প্রকাশ্যে ধ্বংস করা হয়। ধ্বংসকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৭ কোটি ৫৯ লাখ ৩৬ হাজার ৪৪৬ টাকা। ধ্বংসকৃত মাদকদ্রব্যের মধ্যে উল্লেখ্যযোগ্য ছিল ফেন্সিডিল, এমকেডিল, গাঁজা, বিদেশী মদ, দেশী মদ, নেশা জাতীয় ইনজেকশন, নেশা জাতীয় ট্যাবলেট, হেরোইন, যৌন উত্তেজক সিরাপ, বাংলাদেশী মদ তৈরির ট্যাবলেট, মদ তৈরির পাউডার, ভারতীয় পাতার বিড়ি ইত্যাদি।
মাদকদ্রব্য ধ্বংসকরণ অনুষ্ঠানে র‌্যাব সদস্য, থানা-পুলিশ, জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী, গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
 . .

ডে-নাইট-নিউজ /

সারাদেশ বিভাগের জনপ্রিয় সংবাদ