• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ; ২৮ মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

ফুলবাড়ীতে লেবু চাষে উদ্বুদ্ধ করতে কৃষকদের নিয়ে মাঠ দিবস অনুষ্ঠিত


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: বৃহস্পতিবার, ১৮ মে, ২০২৩ খ্রিস্টাব্দ, ০৫:৩০ পিএম;
ফুলবাড়ীতে লেবু চাষে উদ্বুদ্ধ করতে কৃষকদের নিয়ে মাঠ দিবস অনুষ্ঠিত
ফুলবাড়ীতে লেবু চাষে উদ্বুদ্ধ করতে কৃষকদের নিয়ে মাঠ দিবস অনুষ্ঠিত

প্লাবন শুভ, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ীতে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে লেবু জাতীয় ফসল উৎপাদনে কৃষকদের উদ্ধুদ্ধ করতে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।  বুধবার (১৭ মে) বিকেল ৫টায় ২০২২-২০২৩ অর্থবছরে লেবু জাতীয় ফসলের সম্প্রসারণ, ব্যবস্থাপনা ও উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় উপজেলার আলাদীপুর ইউনিয়নের বাসুদেবপুর গ্রামে মাঠ দিবসটি অনুষ্ঠিত হয়।
  .

 এতে উপজেলা কৃষি কর্মকর্তা রুম্মান আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (খামারবাড়ী) অতিরিক্ত উপপরিচালক (উদ্যান) মো. মোস্তাফিজুর রহমান, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সাহানুর রহমান, শিবলী খন্দকার ।  এছাড়াও বক্তব্য রাখেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা রোকুনুজ্জামান খান,  ফিরোজ হোসেন, ফারজানা মিমি, মালটা চাষি রেজাউল হক, বেলালুর রহমান প্রমুখ। এতে বিভিন্ন এলাকার কৃষকরা উপস্থিত ছিলেন।
 . .

ডে-নাইট-নিউজ /

কৃষি বিভাগের জনপ্রিয় সংবাদ