• ঢাকা
  • বৃহস্পতিবার, ৮ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ; ২২ মে, ২০২৫ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

ফুলবাড়ীতে লাইসেন্স বিহীন ফার্মেসীতে ওষুধ সরবরাহ বন্ধ করা দাবিতে মানববন্ধন


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫ খ্রিস্টাব্দ, ০৫:২৯ পিএম;
ফুলবাড়ীতে,  লাইসেন্স বিহীন,  ফার্মেসীতে,  ওষুধ সরবরাহ,  বন্ধ করা দাবিতে,  মানববন্ধন
ফুলবাড়ীতে লাইসেন্স বিহীন ফার্মেসীতে ওষুধ সরবরাহ বন্ধ করা দাবিতে মানববন্ধন

প্লাবন শুভ, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:  দিনাজপুরের ফুলবাড়ীতে লাইসেন্স বিহীন ফার্মেসীতে ওষুধ সরবরাহ বন্ধ করাসহ চারদফা দাবিতে বৃহস্পতিবার (২২ মে) ঘন্টাব্যাপী মানববনন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
ফুলবাড়ী উপজেলা শাখা বাংলাদেশ কেমিস্টস এন্ড ড্রাগিস্টস সমিতির উদ্যোগে ফুলবাড়ী-দিনাজপুর আঞ্চলিক মহাসড়কের ফুলবাড়ী পৌরশহরের ছোট যমুনা নদীর বড় ব্রিজের পূর্ব প্রান্তে সকাল ১০ থেকে সকাল ১১ টা পর্যন্ত ঘন্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।.


মানববন্ধন কর্মসূচি চালাকালে দাবির সমর্থনে বক্তব্য রাখেন উপজেলা শাখা বাংলাদেশ কেমিস্টস এন্ড ড্রাগিস্টস সমিতির সভাপতি মো. আনিছুর রহমান সরকার, সংগঠনের সদস্য আরমান ফার্মেসীর স্বত্বাধিকারী আলহাজ্ব আরমান বাদশা, মেডিসিন পয়েন্টের স্বত্বাধিকারী মো. আখেরুজ্জামান আখের, সিদ্দিকিয়া হোমিও হল এর স্বত্বাধিকারী মো. সোলাইমান মন্ডল, দিপালী মেডিকেল এর স্বত্বাধিকারী অর্জুন কুমার, মমতাজ ফার্মেসীর স্বত্বাধিকারী মাহাবুবুর রহমান, তিনবোন সার্জিক্যাল এর স্বত্বাধিকারী আতাউর রহমান প্রমুখ।.


বক্তারা চারদফা দাবি দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়ে বলেন, ওষুধ বিক্রির কমিশন বৃদ্ধি করতে হবে এবং ড্রাগ লাইসেন্স বিহীন ফার্মেসীতে ওষুধ কোম্পানীর ওষুধ সরবরাহ বন্ধ করতে হবে। মেয়াদ উত্তীর্ণ ওষুধ দ্রুত সময়ের মধ্যে ফেরত নিয়ে প্রতিস্থাপন করতে হবে। একই সাথে সকল ওষুধের মূল্য সরকার কর্তৃক নির্ধারণ করতে হবে।.


বক্তারা বলেন, দাবি আদায় না হলে আগামীতে কঠোর আন্দোলন সংগ্রামের মাধ্যমে দাবি আদায় করা হবে। এ সময় উপজেলার বৈধ লাইসেন্সধারী ১৯৬ টি ফার্মেসীর স্বত্বাধিকারী উপস্থিত ছিলেন। . .

ডে-নাইট-নিউজ /

সারাদেশ বিভাগের জনপ্রিয় সংবাদ