• ঢাকা
  • বুধবার, ২৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ০৮ মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

ফুলবাড়ীতে পৃথক তিনজনের আত্মহত্যা


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: শুক্রবার, ১১ আগষ্ট, ২০২৩ খ্রিস্টাব্দ, ০৮:০৭ পিএম;
ফুলবাড়ীতে পৃথক তিনজনের আত্মহত্যা
ফুলবাড়ীতে পৃথক তিনজনের আত্মহত্যা

প্লাবন শুভ, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ীতে পৃথকভাবে যুবক মঈনুল হোসেন (১৮), গৃহবধূ আলেমা বেগম (১৯) ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের যুবতী প্রমিলা মুর্মু (২২) আত্মহত্যা করেছে। নিহতরা হলেন, মঈনুল হোসেন উপজেলার দৌলতপুর ইউনিয়নের শিবপুর গ্রামের কৃষি শ্রমিক আফজাল হোসেনের  ছেলে এবং পেশায় ভ্যান চালক, আলেম বেগম পৌরএলাকার চক সাহাবাজপুর গ্রামের হৃদয় ইসলামের স্ত্রী এবং প্রমিলা মুর্মু, কাজীহাল ইউনিয়নের জয়ন্তী গ্রামের গামছা মুর্মুর কন্যা। .


 জানা যায়, মঈনুল হোসেন কিছুদিন থেকেই পিতা-মাতার কাছে নতুন মোবাইল ফোন কেনার আবদার করে।  পিতা-মাতা দরিদ্র হওয়ায় মোবাইল ফোন কেনার অর্থ যোগান দিতে পারছিলেন না। শুক্রবার (১১আগস্ট) মঈনুল হোসেনের পিতা আফজাল হোসেন কৃষি কাজের জন্য বাড়ি থেকে বেড়িয়ে পড়লে মঈনুল হোসেন স্থানীয় গরু ব্যাপারীদের বাড়িতে ডাকেন। পরে তার বাড়িতে থাকা একমাত্র গরুটির দরদাম শুরু করে। এসময় মঈনুল হোসেনের মা তাকে বাধা দিলে সে ক্ষিপ্ত হয়ে যায় এবং গরু ব্যাপারীরা চলে যায়। পরে দুপুর আড়াইটায় মঈনুল হোসেন বাড়ি থেকে বেড়িয়ে সবার আড়ালে বিষ পান করে। এসময় তার মুখ থেকে ফেনা বের হতে দেখে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। .


 এদিকে আলেমা বেগমের মৃত্যু নিয়ে ধু¤্রজাল সৃষ্টি হয়েছে। কেনো বা কি কারণে আত্মহত্যা করেছে তা নিয়ে এলাকায় সন্দেহ সংশয় দেখা দিয়েছে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার দুপুর ১২টায় শয়নকক্ষের ডাসার সাথে ওড়না পেঁচানো অবস্থায় ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। অপরদিকে বাবা মায়ের ওপর অভিমান করেন প্রমিলা মুর্মু গত ৯ আগস্ট বিষপান করেন। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে চিকিৎসাধিন অবস্থায় শুক্রবার সকাল সাড়ে ৯টায় মৃত্যুবরণ করে। 
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোস্তাফিজার রহমান বলেন, একইদিনে ফুলবাড়ীতে দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে একজন মঈনুল হোসেন নামের যুবক বিষপানে আত্মহত্যা করে এবং আলেমা বেগম নামের এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। এছাড়াও গত ৯ আগস্ট প্রমিলা মুর্মু নামের এক নারী বিষপান করেন। সে চিকিৎসাধিন অবস্থায় শুক্রবার সকালে দিনাজপুর আব্দুর রহিম মেডিকেল কলেজ ও হাসপাতালে মারা যায়। 
 . .

ডে-নাইট-নিউজ /

দূর্ঘটনা বিভাগের জনপ্রিয় সংবাদ