
ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ীতে ধান বোঝাই একটি ট্রাকের সঙ্গে ইট বোঝাই অপর একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নাজমুল (৪৫) নামের এক ট্রাক সহকারী প্রাণ হারিয়েছেন। বুধবার (২৮ মে) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার খয়েরবাড়ি ইউনিয়নের অম্রবাড়ি খিয়ারপাড়া (ব্রহ্মচারী) এলাকায় দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। সংঘর্ষে ধান বোঝাই ট্রাকের চালক রিপন (৪৫) গুরুতর আহত হন।.
.
নিহত নাজমুল টাঙ্গাইল জেলার বাসাইল থানার কাসিল গ্রামের বাসিন্দা লাভলু মিয়ার ছেলে। তিনি ট্রাকের সহযোগী হিসেবে কাজ করতেন। বিষয়টি নিশ্চিত করেছেন ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম খন্দকার মুহিব্বুল ইসলাম।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল সাড়ে ৬টার দিকে বিরামপুর থেকে ছেড়ে আসা একটি ইট বোঝাই ট্রাক (কুষ্টিয়া-ট-১১-২২২৭) অম্রবাড়ি খিয়ারপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দিনাজপুরগামী ধান বোঝাই ট্রাক (ঢাকা মেট্রো ট-১৫-৯১১৯)-এর সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে উভয় ট্রাকের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই ধান বোঝাই ট্রাকের সহযোগী নাজমুল নিহত হন।.
.
দুর্ঘটনায় আহত চালক রিপনকে উদ্ধার করে প্রথমে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ সময় ইট বোঝাই ট্রাকের চালক ও সহযোগী ঘটনাস্থল থেকে পালিয়ে যান। ওসি মুহিব্বুল ইসলাম আরও জানান, পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে এসেছে এবং সড়ক পরিবহন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। দুর্ঘটনায় জড়িত উভয় ট্রাক পুলিশ হেফাজতে রয়েছে। .
ডে-নাইট-নিউজ / প্লাবন শুভ
আপনার মতামত লিখুন: