দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার সুজাপুরস্থ পীরে কামেল মো. কিনা মন্ডল চিশতি (রহ.) এর বাৎসরিক ওরস মোবারক অনুষ্ঠিত হয়েছে। প্রতিবছর জ্বিলহজ মাসের ২১ তারিখে ওরস মোবারক উপলক্ষে চিশতিয়া সাবেরিয়া তরিকার শাজরা পাঠ করা হয়। রাতব্যাপী মাহফিলের মধ্যদিয়ে তবারক বিতরণ করা হয়।
আপনার মতামত লিখুন: