
প্লাবন শুভ, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: ‘অসমতার বিরুদ্ধে লড়াই করি, দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি’ শীর্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের ফুলবাড়ীতে শুক্রবার (১৩ অক্টোবর) আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে সকাল সাড়ে ১০ টায় এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।.
শোভাযাত্রা শেষে উপজেলা কনফারেন্স কক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর মো. আল কামাহ্ তমাল। এতে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাফিউল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন কাজীহাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মানিক রতন, খয়েরবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনামুল হক, দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম, ফায়ার কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, ফুলবাড়ী প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ও আমরা করব জয় সমাজকল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা ও সভাপতি প্লাবন শুভ, সাংবাদিক রজব আলী প্রমুখ।.
উল্লেখ্য, দিবসটি উপলক্ষে গত বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ চত্বরে ফুলবাড়ী ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের সদস্যরা অগ্নি নির্বাপক ও দুর্যোগ থেকে রক্ষার্থে মহড়া প্রদর্শন করেন।.
.
ডে-নাইট-নিউজ /
আপনার মতামত লিখুন: