ফুলবাড়ী (দিনাজপুর) থেকে; দিনাজপুর ফুলবাড়ী ২৯ বিজিবি কর্তৃক চলমান শীতে বিপর্যস্থ সীমান্তবর্তী এলাকার দুস্থ্য ও অসহায় মানুষের মাঝে বিনামুল্যে চিকিৎসা সেবা ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে। .
.
আজ সকাল ১১ টায় দিনাজপুর জেলার ফুলবাড়ী উপজেলার ৩নং কাজিহাল ইউনিয়নের আমড়া বিওপি ক্যাম্পের সামনে মীরপুর উচ্চ বিদ্যালয়ের মাঠে বিনামুল্যে চিকিৎসা সেবা ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে দিনাজপুর ফলবাড়ী ২৯ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল জাবের বিন জব্বার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দিনাজপুর সেক্টর কমান্ডার কর্ণেল ফয়ছল হাসান খান ।
২৯ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল জাবের বিন জব্বার জানান, বিজিবি কর্তৃক বিভিন্ন ধরণের সামাজিক সেবা আমরা দিয়ে থাকি এর আলোকে ফুলবাড়ী সীমান্ত এলাকার ৬ শত জনের মাঝে বিনামুল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরন করা হয়। এর পাশাপাশি স্থানীয় অসহায় ৩ শত জনের মাঝে শীতবস্ত্র হিসাবে কম্বল বিতরণ করা করা হয়েছে।.
.
ডে-নাইট-নিউজ /
আপনার মতামত লিখুন: