• ঢাকা
  • শুক্রবার, ২০ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ০৩ মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

ফুলবাড়ীতে বৈদ্যুতিক শর্টসার্কিটে ৪ পরিবারের বসতবাড়ি ভস্মীভূত


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: সোমবার, ০৬ নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ০৬:২২ পিএম;
ফুলবাড়ীতে বৈদ্যুতিক শর্টসার্কিটে ৪ পরিবারের বসতবাড়ি ভস্মীভূত
ফুলবাড়ীতে বৈদ্যুতিক শর্টসার্কিটে ৪ পরিবারের বসতবাড়ি ভস্মীভূত

দিনাজপুরের ফুলবাড়ী পৌর এলাকার রেলওয়ে স্টেশনপাড়া এলাকায় গতকাল সোমবার (৬ নভেম্বর) ভোরে বৈদু্যতিক সর্টসার্কিটের আগুনে চার পরিবারের বসত বাড়ী ভস্মিভূত হয়েছে। এ দুর্ঘটনায় প্রাণে বেঁচে গেছেন ওই পরিবারগুলোর সদস্যরা। তবে ফুলবাড়ী ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘন্টাব্যাপী অভিযান চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।.

অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত বাড়ীর মালিক মৃত রফিক মিয়ার স্ত্রী বিউটি বেগম বলেন, বাড়ীর সকলে ঘুমিয়ে থাকা অবস্থায় এই অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। কোনো কিছু বুঝে ওঠার আগেই আগুণে তাদের মূল্যবান সম্পদ পুড়ে ছাই হয়ে গেছে। তবে পরিবারের লোকজন কোনো মতে প্রাণ নিয়ে ঘর থেকে বেরিয়ে আসতে পেরেছেন। স্থানীয়দের মাধ্যমে ফায়ার সার্ভিসের লোকজন খবর পেয়ে তারা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। এ অগ্নিকান্ডে বিউটি বেগমসহ বিউটি বেগমের মেয়ে সান্তনা বেগমের, প্রতিবেশি মৃত নয়া মিয়ার ছেলে সোম বাবু ও ফারম্নক মিয়ার বসত বাড়ী পুলি পুড়ে ছাই হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত সান্তনা বেগম বলেন, আগ্নিকান্ডে তাদের ঘর থেকে শুধু পড়নের কাপড় ছাড়া কিছুই নিয়ে বের হতে পারেননি। ঘরে পোষাক, খাদ্য, আসবাবপত্রসহ নগদ টাকা যা কিছু ছিল তার সবটাই পুড়ে ছাই হয়ে গেছে।.

এদিকে আগ্নিকান্ডে খবর পেয়ে উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান মিল্টন ঘটনাস্থলে গিয়ে ক্ষতিগ্রস্তদের মাঝে ব্যক্তিগতভাবে শীতবস্ত্রসহ আর্থিক সহায়তা দিয়েছেন।.

ফুলবাড়ী ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা আব্দুলস্নাহ আল মামুন বলেন, অগ্নিকান্ডের খবর পেয়ে ঘটনাস্থলে দুইটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। ধারনা করা হচ্ছে বৈদু্যতিক সর্ট সার্কিট থেকে এই অগ্নিকান্ডে সূত্রপাত ঘটতে পারে।. .

ডে-নাইট-নিউজ / প্লাবন শুভ, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:

দূর্ঘটনা বিভাগের জনপ্রিয় সংবাদ