• ঢাকা
  • সোমবার, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ; ২০ মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

ফুলবাড়ী পৌরসভায় বিভিন্ন ভাতা ভোগীদের লাইভ ভেরিফিকেশনের উদ্বোধন


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: রবিবার, ১৬ জুলাই, ২০২৩ খ্রিস্টাব্দ, ০২:১৫ পিএম;
ফুলবাড়ী পৌরসভায় বিভিন্ন ভাতা ভোগীদের লাইভ ভেরিফিকেশনের উদ্বোধন
ফুলবাড়ী পৌরসভায় বিভিন্ন ভাতা ভোগীদের লাইভ ভেরিফিকেশনের উদ্বোধন

প্লাবন শুভ, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ী পৌরসভায় সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতাধীন বয়স্ক ভাতা, বিধবা স্বামী নিগৃহীতা ও প্রতিবন্ধী ভাতা ভোগীদের লাইভ ভেরিফিকেশনের উদ্বোধন করা হয়েছে। রবিবার (১৬ জুলাই) সকাল ১০ টায় পৌর মিলনায়তনে ফুলবাড়ী পৌরসভার মেয়র আলহাজ্ব মো. মাহমুদ আলম লিটনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলবাড়ী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. জাফর আরিফ চৌধুরী।

উদ্বোধনী অনুষ্ঠানে এছাড়াও বক্তব্য রাখেন ফুলবাড়ী পৌরসভার ২নং প্যানেল মেয়র হারান দত্ত, কাউন্সিলর মো. মাজেদুর রহমান, মমতাজুর রহমান পারভেজ, পৌর নির্বাহী কর্মকর্তা সৈয়দ মোহাম্মদ আলী মিরু, নির্বাহী প্রকৌশলী মো. লুৎফল হুদা চৌধুরী লিমন, প্রশাসনিক কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম প্রমুখ। লাইভ ভেরিফিকেশনে পর্যায়ক্রমে রবিবার ১, ২ ও ৩ নং ওয়ার্ড, সোমবার ৪, ৫ ও ৬ এবং মঙ্গলবার ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের সকল ভাতাভোগীদের পৌরসভায় স্ব-শরীরে উপস্থিত হয়ে স্বাক্ষর গ্রহণ করা হবে।.

.

ডে-নাইট-নিউজ /

সারাদেশ বিভাগের জনপ্রিয় সংবাদ