• ঢাকা
  • শুক্রবার, ১৬ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ; ০১ আগষ্ট, ২০২৫ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে বিশ্বনাথে মার্চ ফর গাজা ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: শনিবার, ১২ এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১১:১৭ এএম;
ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে,  বিশ্বনাথে,  মার্চ ফর গাজা,   প্রতিবাদ সভা অনুষ্ঠিত
ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে বিশ্বনাথে মার্চ ফর গাজা ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

বিশ্বনাথ প্রতিনিধি :  ফিলিস্তিনের গাজায় ইসরাইল কর্তৃক গণহত্যা বন্ধের দাবিতে সিলেটের বিশ্বনাথে মার্চ ফর গাজা ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১১ এপ্রিল) বাদ জুম্মা পৌর শহরের মাদানিয়া মাদ্রাসার সামন থেকে মিছিলটি বের হয়ে প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে বাসিয়া সেতুতে এক প্রতিবাদ সভায় মিলিত হয়।.

 .


বিশ্বনাথ আলোকিত সুর সাংস্কৃতিক ফোরামের ব্যানারে অনুষ্ঠিত এ মিছিলে ‘সেইভ গাজা, ফ্রি গাজা, স্টপ কিলিং গাজা, প্রেয়ার ফর গাজা’ লেখা বিভিন্ন ধরনের প্লেকার্ড হাতে নিয়ে শত-শত মুসলিম জনতা অংশ নেন। এসময় বক্তারা ফিলিস্তিনে গণহত্যা বন্ধে মুসলিম নেতৃবৃন্দের ঐক্যবদ্ধ হওয়া এবং ইসরাইলী সকল পণ্য বর্জনের আহ্বান জানান।.

 .


বিশ্বনাথ আলোকিত সুর সাংস্কৃতিক ফোরামের প্রতিষ্ঠাতা পরিচালক এম. কাওছার আহমদের সভাপতিত্বে ও উপ-পরিচালক মাওলানা এম মুখতার হোসাইনের পরিচালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, ইনকিলাব সংসদ বিশ্বনাথ সাধারণ সম্পাদক মোঃ আমজাদ আলী, মাওলানা আব্দুল মতিন, মাদ্রাসা শিক্ষক মাওলানা হাসান বিন ফাহিম, মাওলানা হাবিবুল্লাহ খান, ছাত্রনেতা  শাহ টিপু, মো. সুমন, সংগঠক আব্দুল্লাহ আবির, মো. রিপন আহমদ, আশরাফুল্লাহ প্রমুখ।.


বক্তারা বলেন, বাংলাদেশের সর্বত্র ইসরায়েলি পণ্য বয়কট করতে হবে। ফিলিস্তিনি ভাইদের রক্ষা করতে বাংলাদেশের কোটি কোটি জনতা প্রস্তুত রয়েছে। চলমান হামলা শুধু একটি অঞ্চলের নয়, সমগ্র মুসলিম বিশ্বের প্রতি আঘাত। এই অমানবিকতা বন্ধে বিশ্ব নেতাদের এখনই কার্যকর পদক্ষেপ নিতে হবে। বাংলাদেশের মানুষ আর নীরব থাকবো না।.


ফিলিস্তিনের ভাই-বোনদের ওপর এই জুলুম আর মেনে নেওয়া যায় না। গণহত্যা বন্ধ না হলে আন্দোলন আরও জোরদার হবে। প্রতিবাদ সমাবেশ শেষে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন মাওলানা এম মুখতার হোসাইন।. .

ডে-নাইট-নিউজ /

সারাদেশ বিভাগের জনপ্রিয় সংবাদ