• ঢাকা
  • সোমবার, ২৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ০৬ মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

প্রতিবন্ধীর ওপর হামলা ও নির্যাতন বিচারের দাবিতে সংবাদ সম্মেলন


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: মঙ্গলবার, ০৫ মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, ০৪:৫১ পিএম;
প্রতিবন্ধীর ওপর হামলা ও নির্যাতন বিচারের দাবিতে সংবাদ সম্মেলন
প্রতিবন্ধীর ওপর হামলা ও নির্যাতন বিচারের দাবিতে সংবাদ সম্মেলন

দিনাজপুরের ফুলবাড়ীতে শারীরিক প্রতিবন্ধী তাজুল ইসলামের ওপর হামলা ও নির্যাতনের বিচারের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।.

মঙ্গলবার (৫ মার্চ) দুপুর সাড়ে ১২ টায় নিজ বাড়ীতে সংবাদ সম্মেলন করেন উপজেলার এলুয়াড়ি ইউনিয়নের পশ্চিম খাজাপুর গ্রামের শারীরিক প্রতিবন্ধী তাজুল ইসলাম।.

এসময় তিনি তার ওপরে হামলা ও নির্যাতনকারীদের বিচারের দাবিতে লিখিত বক্তব্য পাঠ করেন। লিখিত বক্তব্যে তিনি বলেন, আমি শারীরিকভাবে অক্ষম। আমি ২০১৫ সালের ১ মার্চে ২ লাখ ২০ হাজার টাকায় খাজাপুর একরামিয়া ফাজিল মাদ্রারাসার ২৫ শতক জমি ক্রয় বাবদ নন জুডিশিয়্যাল স্ট্যাম্পের ওপর বায়না নামা করে ১ লাখ ২০ হাজার টাকা প্রদান করি।.

বাকি টাকা তিন মাসের মধ্যে প্রদান করলে আমাকে কর্তৃপক্ষ জমি রেজিস্ট্রি দেবে বলে আশস্ত করে। কিন্ত ৩ মাস গত হওয়ার পর আমি কর্তৃপক্ষকে র বার বার জমি রেজিষ্ট্রি দেওয়ার জন্য তাগিদ দিলে তারা টালবাহানা শুরু করে। তৎকালিন থেকে অদ্যবদি সে জমি আমার দখলে রয়েছে এবং আমি তা ভোগ করে আসছি। চলতি বছরের ৩ মার্চ সকাল ১০ টায় মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুস সালাম প্রামাণিক ও তার ভাই আসাদ প্রামাণিক আমার কাছে ১ লাখ টাকা ধার চান এবং জমি রেজিস্ট্রি দেয়ার কথা বলেন। আমি দিতে অসম্মতি প্রকাশ করলে তারা চলে যা।.

ওইদিন রাত ১০ টায় আবারো তারা আমার বাড়ীর সামনে আসেন। তখন আমি হুইলচেয়াররে বসে বাড়ির সামনে একরামুলের চায়ের দোকানে চা খাচ্ছিলাম। তখন তারা আবারো আমার কাছে টাকা চায়। আমি দিতে অস্বীকার করলে আসাদ প্রামাণিক আমার ওপর ক্ষিপ্ত হয়ে আমাকে লাথি মারলে আমি হুইলচেয়ার থেকে মাটিতে পড়ে যাই। তখন তারা কয়েকজন মিলে আমাকে কিলঘুষি মারতে থাকে। একপর্যায়ে আমি চিৎকার করলে পরিবারের লোকজন ও স্থানীয়রা এগিয়ে এসে আমাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। সেখানে চিকিৎসা শেষে গত ৪ মার্চ মাদ্রাসার প্রিন্সিপাল মাহাবুব হাফেজ, সালাম প্রামাণিক ও আসাদ প্রামাণিকের বিরুদ্ধে ফুলবাড়ী থানায় একটি সাধারণ ডায়েরি দায়ের করেছি। .

তিনি আরো বলেন, প্রতিপক্ষরা আমাকে প্রাণনাশসহ বাড়ীতে হামলা করার হুমকি প্রদান করেছে। আমি প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর কাছে আমার জীবনের নিরাপত্তাসহ পরিবারের নিরাপত্তা চাই। একইসাথে হামলা ও নির্যাতনকারীদের বিচার চাই। .

এসময় শারীরিক প্রতিবন্ধী তাজুল ইসলামের মা সুফিয়া বেগম, ভাই বাবুল হোসেন, ভাই আকরাম আলী, ভাগনা রিফাত প্রমুখ। .

এ বিষয়ে অভিযুক্ত মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুস সালাম প্রামাণিককে তার মুঠোফোনে (০১৭৪৫-৩৬৮৭৬৮) ফোন কল করা হলে, তিনি ফোনকল গ্রহণ করেন’নি।. .

ডে-নাইট-নিউজ / প্লাবন শুভ, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:

সারাদেশ বিভাগের জনপ্রিয় সংবাদ