
কক্সবাজার থেকে প্রকাশিত বহুল আলোচিত দৈনিক আজকের দেশ বিদেশ- পত্রিকা এবং দৈনিক রুপালী সৈকত - পত্রিকাসহ কয়েকটি অনলাইন পোর্টালে প্রকাশিত হয়েছে - নির্বাচনের পক্ষে কাজ না করায় দুটি গরুকে কুপিয়ে জখম এই নিউজটি আমার দৃষ্টি গোচর হয়েছে । নিউজ প্রতিবেদনে আরো বলা হয়েছে- রামুর কাউয়ারখোপ উখিয়ার ঘোনা টিলাপাড়া এলাকায় নির্বাচনী বিরোধের জের ধরে দুটি গরুকে জখম করার অভিযোগ?.
নিউজটি করেছেন রামুর খাওয়ারখোপ উখিয়ার ঘোনা টিলাপাড়া এলাকার মৃত ওমর আলীর ছেলে নুরুল কাদের । নিউজে আরো বলা হয়েছে- কমল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতিকুর রহমান সে হাবিবুল্লাহ মেম্বারের বিপক্ষে কাজ করেছে এবং বর্তমান নির্বাচিত মেম্বার নুরুল ইসলামের পক্ষে কাজ করেছেন - নিউজে আরো বলা হয়েছে প্রধান শিক্ষক আতিকুর রহমান গত ১১ নভেম্বর ইউনিয়ন পরিষদ নির্বাচনে বর্তমান মেম্বার নুরুল ইসলামের পক্ষে গরুর মালিক নুরুল কাদের কাজ না করায় তার দুটি গরুর পা কেটে দিয়েছে ।অবশ্যই এই ঘটনার বিষয়ে অনেকেই দুঃখ প্রকাশও করেছেন এবং গরুর মালিক নুরুল কাদের আইনি সহায়তা ও চেয়েছেন। আসল কথা হচ্ছে খাওয়ারখোপ উখিয়ার ঘোনা টিলাপাড়া এলাকার মৃত ওমর আলীর পুত্র নুরুল কাদের একজন সমাজের দুষ্কৃতিকারী লোকের সদস্য-- তার কাজ হচ্ছে সারা জীবন মানুষের পেছনে পড়ে থাকা- তার রয়েছে ১০ থেকে ১২ টি গরু ! আর সেই গরুর জন্য নির্দিষ্ট খাবারের কোন ব্যবস্থা নেই ! নির্দিষ্ট কোন খাবারের ব্যবস্থা না থাকার কারণে গরু ছেড়ে দিতে হয় প্রতিদিন মানুষের কোন না কোন বাগানে অথবা মানুষের কোন ফসলি জমি সহ মানুষের ক্ষেত খমারে এ নিয়ে এলাকায় নুরুল কাদেরের বিষয়ে একাধিকবার সালিশ বৈঠক ও হয়েছে ! এবং প্রতিদিন যখন নুরুল কাদের গরুর খামার থেকে ছেড়ে দেন - আর সেই গরু মানুষের ঘরে বসত বাড়িতে ঢুকে বাগান গাছপালা ফসল নষ্ট করে ফেলে এরই প্রেক্ষাপটে ১৭ নভেম্বর। সকালে প্রতিদিনের মত দশ-বারোটি গরু প্রধান শিক্ষক আতিকুর রহমানের নিজস্ব লেবু বাগানে বেড়া ভেঙ্গে ঢুকে বিভিন্ন ফলজ গাছ পালা সহ লেবুর বাগান নষ্ট করে ফেলে - এবং গরুর মালিক নুরুল কাদেরের ২ জন গরুর রাখাল ও সেখানে উপস্থিত ছিল। খবর পেয়ে শিক্ষক আতিকুর রহমান ও তার পরিবারের লোকজন গরু তাড়িয়ে দিতে গেলে গরু গরু দৌড়ে যেতে পাশের খালের খাদে পড়ে আঘাত প্রাপ্ত হয় ! পরে গরু কতটুকু আঘাত পেয়েছে সেটি খোঁজখবর নিতে প্রধান শিক্ষকের পরিবারের লোকজন গরু দেখতে ও গিয়েছিলেন ! তবে সেখানে কুপিয়ে জখম এর মতো কোনো বিষয় নেই - এবং কোন প্রকার গরুকে কুপিয়ে জখম করা হয়নি- সেটি এলাকার সচেতন মহল এবং প্রতিবেশিরা নিজেরা উপস্থিত থেকে ঘটনা পরিদর্শন করেছেন। আর সেই সামান্য বিষয়কে কুপিয়ে জখম করেছে বলে মিথ্যা বানোয়াট ভিত্তিহীন নিউজ পরিবেশন করে নুরুল কাদের। উক্ত নিউজ এর সাথে ঘটনার সাথে নিউজ প্রতিবেদনের কোন বাস্তবের মিল নেই। প্রতিবেশী সচেতন মহল ও এলাকাবাসীরা বলছেন কোন ধরনের গরুকে কুপিয়ে জখম করা হয়নি গরু দৌড়ে যেতে সামান্য আঘাত পেয়েছে দ্রুত সুস্থ হতে যথাযথ সময়ে ট্রিটমেন্ট ও দেওয়া হয়েছে গরু দুটিকে - সাইমুম সরওয়ার কমল উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক আতিকুর রহমান একজন সৎ ও নিষ্ঠাবান ব্যক্তি দীর্ঘদিন যাবৎ এলাকার ছেলে মেয়েদের কে শিক্ষা পাঠ দান দিয়ে আসছেন। গরুর মালিক নুরুল কাদের ভাই জলিল কাদের ও ভগ্নিপতি তৈয়ব উল্লাহ প্রতিবেশী লিয়াকৎ আলী সহ অনেকে জানান গরু কুপিয়ে জখম করেছে কথাটি অত্যন্ত দুঃখজনক এবং মিথ্যা কোন ধরনের গরুকে কুপিয়ে জখম করা হয়নি এবং প্রধান শিক্ষক আতিকুর রহমান বিগত দিনে এই ধরনের ঘটনা ঘটিয়েছে এমন কোন নজির এলাকায় নেই ! এই ঘটনাটি একটা বানোয়াট চক্রান্ত ছাড়া কিছুই নয় - যেটি বাস্তবে কোন ধরনের মিল নেই এ ঘটনার প্রধান শিক্ষক আতিকুর রহমান সহ এলাকাবাসী প্রত্যক্ষদর্শী ও সচেতন মহলেরা তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন। আতিকুর রহমান আরও জানান তার শিক্ষকতা পেশাকে মান ক্ষুন্ন করার জন্য এবং সমাজে হেয় প্রতিপন্ন করার জন্য তার সম্মানে আঘাত করার জন্য এই কাজ করা হয়েছে। এতে তার অনেক সম্মান নষ্ট হয়েছে। সেই উক্ত ঘটনার বিরুদ্ধে তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়েছেন। এবং এলাকাবাসী ও প্রশাসনের প্রতি অনুরোধ জানিয়েছেন কেউ এই মিথ্যা ঘটনার প্রতি বিভ্রান্ত না হওয়ার জন্য ! এই ধরনের মিথ্যা ভিত্তিহীন বানোয়াট নিউজ পরিবেশন থেকে বিরত থাকতে সাংবাদিক ভাইদের প্রতি বিনীত অনুরোধ জানিয়েছেন । এবং তার মান ক্ষুন্ন করার জন্য নুরুল কাদের সহ এলাকায় যারা জড়িত রয়েছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবেন বলেও জানান কমল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতিকুর রহমান .
.
প্রতিবাদকারী .
আতিকুর রহমান.
পিতা আমানত উল্লাহ.
প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল উচ্চ বিদ্যালয়.
কাউয়ারখোপ উখিয়ার ঘোনা টিলাপাড়া রামু কক্সবাজার. .
ডে-নাইট-নিউজ / দিদারুল আলম জিসান
আপনার মতামত লিখুন: