
জয়পুরহাট প্রতিনিধি : “দেশ ও সমাজের উন্নয়নে পেশাজীবি শ্রেণির অবদান অনস্বীকার্য। আপনারাই সমাজের মেধা ও নেতৃত্বের প্রতিনিধিত্ব করেন। ইসলামী মূল্যবোধের ভিত্তিতে একটি ন্যায়ভিত্তিক সমাজ গঠনে আপনাদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমি যদি জনগণের সেবা করার সুযোগ পাই, তাহলে পেশাজীবিদের মর্যাদা ও অধিকার রক্ষায় সর্বোচ্চ ভূমিকা রাখব।.
জয়পুরহাট শহর পেশাজীবি রিপ্রেজেন্টেটিভ ইউনিটের উদ্যোগে রিপ্রেজেন্টেটিভদের সাথে এক মতবিনিময় সভায় জামায়াত মনোনিত জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ফজলুর রহমান সাইদ এসব কথা বলেন।.
.
.
মঙ্গলবার দুপুরে শহরের নতুনহাট এলাকার কুসুম কিচেন রেস্টুরেন্টে আয়োজিত ওই সভায় জাহিদুল ইসলামের সভাপতিত্বে ও কাওসার হোসেনের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, জয়পুরহাট জেলা পেশাজীবি ফোরামের সভাপতি প্রভাষক মোস্তাফিজুর রহমান, জামায়াতে ইসলামী জয়পুরহাট শহর শাখার আমীর মুফতি সাইদুর রহমান, শহর সেক্রেটারি মিজানুর রহমান, শহর পেশাজীবি ফোরামের সভাপতি মাওলানা আব্দুর রহিম, সহ-সভাপতি মাশরেকুল আলমসহ অন্যান্য নেতৃবৃন্দ ও পেশাজীবি রিপ্রেজেন্টেটিভগণ।.
বক্তারা বলেন, দেশের সার্বিক উন্নয়নে পেশাজীবিদের ঐক্যবদ্ধ ভূমিকা প্রয়োজন। সকলের সম্মিলিত প্রচেষ্টায় একটি সুন্দর ও ন্যায়নিষ্ঠ সমাজ গড়ে তোলা সম্ভব।.
সভা শেষে উপস্থিত অতিথিবৃন্দ ও অংশগ্রহণকারীদের মধ্যে পারস্পরিক মতবিনিময় হয়।. .
ডে-নাইট-নিউজ /
আপনার মতামত লিখুন: