• ঢাকা
  • সোমবার, ১৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ২৯ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

নিউমার্কেটে পুলিশের বিশেষ অভিযানে ২৯ টি গ্যাস সিলিন্ডার অপসারণ, আটক ১৫


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: সোমবার, ০৪ মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২:৩৬ পিএম;
নিউমার্কেটে পুলিশের বিশেষ অভিযানে ২৯ টি গ্যাস সিলিন্ডার অপসারণ, আটক ১৫
নিউমার্কেটে পুলিশের বিশেষ অভিযানে ২৯ টি গ্যাস সিলিন্ডার অপসারণ, আটক ১৫

সম্প্রতি রাজধানীর বেইলি রোডের গ্রিন কোজি কটেজ নামের ভবনটির রেস্টুরেন্টে আগুন লেগে ৪৬ জন মারা যাওয়ার পর রোববার থেকে রাজধানীজুড়ে রেস্তোরাঁ গুলোতে অভিযান শুরু করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এরই ধারাবাহিকতায় রাজধানীর নিউমার্কেট এলাকার ফুটপাতের ভাসমান দোকান নিয়ন্ত্রণ অভিযানে নামেন নিউ মার্কেট থানার ওসির নেতৃত্বে এক বিশেষ টিম। যেখানেই অনিয়ম, অব্যবস্থাপনার দেখা সেখানেই সতর্ক করা বা আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।.

বিশেষ এই অভিযানে নিউমার্কেট এলাকা হতে প্রায় অর্ধশতাধিক ভাসমান দোকান উচ্ছেদ করা হয়, অপসারণ করা হয় রাস্তায় রেখে দেয়া মালামাল এবং একইসাথে অনিয়ম ও অব্যবস্থাপনার অভিযোগে ১৫ জনকে আটক করেছে নিউমার্কেট থানা পুলিশ।.

সরেজমিনে গিয়ে দেখা যায়, ফুটপাত সহ চলাচলের রাস্তা দখল করে বসানো হয়েছে সারি সারি হাজারো দোকান। এরই মাঝেই একটু পরপর উন্মুক্তভাবে জ্বলছে সিলিন্ডার গ্যাস চালিত চুলা। পাশেই রাখা রয়েছে গ্যাস সিলিন্ডারটি। আবার সড়কের পাশের বিভিন্ন রেস্টুরেন্টের গ্যাস সিলিন্ডারগুলোও বসানো হয়েছে ফুটপাতের ওপরে। সবমিলিয়ে এ যেন এক  ভয়ংকর  মৃত্যুকূপ।.

রাজধানীর নিউমার্কেট এরিয়া ও এলিফ্যান্ট রোড ঘুরে এমনই সব চিত্র উঠে আসে ডে নাইট নিউজের ক্যামেরায়। যেখানে প্রতিদিন আসে হাজারো মানুষ যার একটু অসাবধানতায় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা।.

এই বিষয়টি বিবেচনায় নিয়ে রোববার (৩ মার্চ) সন্ধ্যা থেকেই নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নেতৃত্বে সেখানে শুরু হয় এক বিশেষ উচ্ছেদ অভিযান।.

এ সময় সরিয়ে দেওয়া হয় ফুটপাতের ওপর থাকা অবৈধ সব দোকান-পাট। অপসারণ  করা হয় ২৯টি গ্যাস সিলিন্ডার, আটক করা হয় ১৫ জনকে যাদের বিরুদ্ধে  আইনানুগ  ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। .

নিউমার্কেট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম ডে নাইট নিউজকে  বলেন, ফুটপাত মার্কেটের রাস্তা কিংবা সরুপথে অবৈধভাবে দোকান বসিয়ে যারা বিভিন্ন ভাজাপোড়া তৈরি করছে তাদের বিরুদ্ধে আমরা অভিযান পরিচালনা করছি। কেননা এই এলাকাটি অত্যন্ত জনবহুল এবং জনগুরুত্বপূর্ণ এরিয়া যেখানে প্রতিদিন অসংখ্য মানুষ বিভিন্ন কাজে আসেন। তাদের নিরাপত্তার স্বার্থে এই অভিযান পরিচালনা করা হচ্ছে।.

এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে জানিয়ে তিনি বলেন, আইন মোতাবেক আমরা এখানে কাজ করছি। অভিযানে মানুষের চলাচলের রাস্তায় প্রতিবন্ধকতা তৈরি করছে এমন ১৫ জনকে আমরা আটক করেছি এবং সড়কের মালামাল অপসারণ করেছি। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। একইসঙ্গে সাধারণ মানুষের নিরাপত্তার স্বার্থে ঝুঁকিমুক্ত পরিবেশ বজায় রাখতে সতর্কতামূলক স্বরুপ জনসাধারণকে সচেতন হতে অনুরোধ জানানো হচ্ছে।.

উক্ত অভিযানে অংশ নেন নিউমার্কেট থানার পরিদর্শক (তদন্ত) খন্দকার জালাল উদ্দীন মাহমুদ, উপপরিদর্শক মো. সাজিব মিয়া, মো. রায়হান উদ্দিন, ছবির উদ্দিন শিকদার, তারেক হাসান, মফিজুল ইসলাম, আরব আলী এবং কামাল উদ্দীন মুন্সি সহ প্রমুখ।.

.

ডে-নাইট-নিউজ / আনাস বিন আব্দুল জলিল (নিউমার্কেট) :

সারাদেশ বিভাগের জনপ্রিয় সংবাদ