
সূর্য আহমেদ মিঠুন : স্টাফ রিপোর্টার : নারায়ণগঞ্জ শহরের সাথে সরাসরি সংযুক্ত সাইনবোর্ড বিশ্ব রোডের জেলা পরিষদের সামনে আজ সোমবার ( ৬ অক্টোবর ) মৌমিতা বাসের ধাক্কায় অটোতে থাকা যাএীদের মধ্যে ঘটনাস্থলেইএকজনের মর্মান্তিক মৃত্যু। এবং এই দুর্ঘটনায় আরো দুজন গুরুতর আহত অবস্থায় নারায়ণগঞ্জ সরকারি ভিক্টোরিয়া হাসপাতালে চিকিৎসার জন্য দ্রুত নিয়ে যাওয়া হয়।.
.
এ ঘটনায় স্থানীয় চলাচল করা যাএী গণ বলেন, মহাসড়কে অটো চলাচল বন্ধ করা উচিৎ কারণ তারা রাস্তায় গাড়ি চালানোর নিয়ম কানুন পুরোপুরি জানে না। হঠাৎ গাড়ি থামিয়ে যাএী তোলে অটোরিকশা গুলো আবার অটোরিকশা গুলো ডানে বামে ভালো ভাবে না দেখে হঠাৎ গাড়ির মাথা ঘুড়িয়ে ফেলে এতে করে মহাসড়ক ও শাখা রাস্তাগুলো বিভিন্ন সময় বিভিন্ন দুর্ঘটনা হর হামেসাই হচ্ছে। পাশাপাশি নারায়ণগঞ্জ রোডে মৌমিতা বাস সহ চলাচলরত প্রতিটি বাস চালক আরো সর্তক ও দায়িত্বশীল হয়ে গাড়ি চালানো উচিৎ। কারণ তাদের ভুলের কারণে যদি দুর্ঘটনায় কোন যাএীর জীবন চলে যায় সেটা তারা ফিরিয়ে দিতে পারবে? পারবে না। যে পরিবার তাদের সদস্য হারায় তারাই বুঝে কষ্ট কি? হারানোর যন্ত্রণা কি? মৌমিতা বাসটি আটক করা হয়েছে। এবং এই ঘটনায় নিহতের স্বজনরা বিক্ষোভ ও মহাসড়কে আগুন জ্বালিয়ে রাস্তা অবরোধ করে।.
.
ডে-নাইট-নিউজ /
আপনার মতামত লিখুন: