
.
কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি জাতীয় সমাজ তান্ত্রিক দল-জেএসডি কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মিসেস তানিয়া রব বলেছেন দেশ ফ্যাসিবাদ মুক্ত হলেও চাঁদাবাজি বন্ধ হয়নি। এই জন্য কি আমরা দেশকে ফ্যাসিবাদ মুক্ত করেছি? বুধবার বিকেলে ৫আগস্ট ফ্যাসিবাদ বিরোধী দিবস উপলক্ষে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা জেএসডির আয়োজনে পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।.
.
তিনি আরো বলেন, রামগতি-কমলনগরের প্রধান সমস্যা নদী ভাঙন। ১৯৯৬ সালে আ স ম রব সংসদ সদস্য নির্বাচিত হয়ে নদী ডেইজিংয়ের কাজ করতে গিয়ে ব্যর্থ হয়েছেন। একটি পক্ষ তা করতে দেননি। বিগত ২৫ বছরে কেউ সে কাজটি গুরুত্বের সাথে দেখেনি। এখন নদীবাধ প্রকল্পের বরাদ্দের নামে লুটপাট হচ্ছে। আমরা সবাই জানি কারা করছে এ লুটপাট ও চাঁদাবাজি। আ স ম রব বহু বছর আগ থেকে দেশের উচ্চ কক্ষ ও নিন্ম কক্ষ শ্রেণীতে ভাগ করার প্রস্তাব করেন; আজ সকল দল সেই প্রস্তাবকে সমর্থন করছেন। আ স ম রবের সেই স্বপ্নই ছিলো দেশের মানুষের মুক্তির উন্নয়নের চিন্তা। আমরা সবাই ঐক্যবদ্ধভাবে দেশ ফ্যাসিস্ট মুক্ত করলেও এখন লোভে পড়ে একটি পক্ষ লুটপাটে ব্যস্ত রয়েছেন; এটা লজ্জা বিষয়। রামগতি-কমলনগর নিয়ে আ স ম যেই উন্নয়নের স্বপ্ন দেখেছে এখন তা বাস্তবায়নের পথে। মুক্তিসংগ্রামের অন্যতম নায়ক আ স ম রব। এটা আপনাদের জন্য গৌরবের বিষ।।রামগতি কমলনগরের এ গৌরব ধরে রাখার দায়িত্ব আপনাদের। এ জন্য জনগনের প্রয়োজনে দেশের স্বার্থে আমাদের ঐক্য ধরে রাখতে হবে। .
.
উপজেলা জেএসডির সভাপতি অধ্যক্ষ আবদুল মোতালেবের সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক মমিল উল্লাহর সঞ্চালনায় পথসভায় আরো বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক এড সৈয়দ বেলায়েত হোসেন বেলাল, বিকাশ চন্দ্র সাহা.
.
সাংস্কৃতি বিষয়ক সম্পাদক ফারজানা জাহান দিবা, আবদুল বাতেন বিপ্লব, ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি মোসলেহ উদ্দিন বেলাল রামগতি উপজেলার সাধারণ সম্পাদক, লোকমান হোসেন বাবলু ও যুপরিষদের আহবায়ক মাহমুদুর রহৃান বেলাল প্রমুখ।.
.
ডে-নাইট-নিউজ /
আপনার মতামত লিখুন: