• ঢাকা
  • মঙ্গলবার, ৩১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ১৪ মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

তীব্র যানজট নাকাল ফুলবাড়ী পৌরবাসী


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: রবিবার, ৩০ এপ্রিল, ২০২৩ খ্রিস্টাব্দ, ০৩:৫১ পিএম;
তীব্র যানজট নাকাল ফুলবাড়ী পৌরবাসী
তীব্র যানজট নাকাল ফুলবাড়ী পৌরবাসী

ব্যস্ততম একটি সড়ক। দুই পার্শ্বে দোকান, দোকানের মালামালও সড়কের ওপরেই রাখেন ব্যবসায়ীরা। তার ওপর আবার সড়ক দখল করে ভাড়ি ট্রাক, কাভার্ডভ্যান, পিকআপ ও নছিমন-করিমন দাঁড় করিয়ে মালপত্র ওঠানামা। ফলে শহরজুড়ে সৃষ্টি হচ্ছে তীব্র যানজট। এটি যেনো এখন প্রতিনিয়তের চিত্র। এ কারণে ভোগান্তি চরমে উঠেছে সড়কে যাতায়াতকারীসহ অন্যান্য ব্যবসায়ীদের। দুই মিনিটের পথ পাড়ি দিতে সময় লাগছে ৩০ থেকে ৪০ মিনিটও। এ অবস্থা দিনাজপুরের ফুলবাড়ী পৌরবাজারের।.

পথচারী ও স্থানীয়দের অভিযোগ, বাস টার্মিনাল ও ট্রাফিক পুলিশ না থাকা এবং নানা অব্যবস্থাপনার কারণে যানজট তাদের নিত্যসঙ্গী। সড়কে দিনভর ট্রাক-কাভার্ডভ্যান রেখে মালপত্র খালাস ও ফুটপাত দখল যানজটের প্রধান কারণ। এর সঙ্গে যোগ হয়েছে অতিরিক্ত ব্যাটারিচালিত অটোরিকশা।.

সরেজমিনে দেখা যায়, পৌর শহরের নিমতলা মোড় হতে কালীবাড়ী পর্যন্ত সড়কের বাগদাদ বেকারী সংলগ্ন হেরা ট্রেডার্স নামের হার্ডওয়ারের দোকানের সামনে ১০ চাকার ১৮টন ধারণক্ষমতা সম্পন্ন রড, এ্যাঙ্গেলবাহী ট্রাক সড়কের অর্ধেকের বেশি জায়গাজুড়ে দাঁড় করে ঐসব মালামাল নামানো হচ্ছে। একইভাবে মেহের ট্রেডার্স নামের দোকানের সামনে ১০ চাকার টিনবাহী ট্রাক সড়কের অর্ধেক জায়গাজুড়ে দাঁড়িয়ে টিন নামানো হচ্ছে। তার পার্শ্বে ওয়াহেদ আলীর দোকানের সামনে মিনি ট্রাক লাগিয়ে সিগারেট, বিড়িসহ বিভিন্ন জর্দা ও ম্যাচসহ মালামাল ওঠানামা করা হচ্ছে। এর দক্ষিণ পার্শ্বে ট্রাক দাঁড় করে ডালের বস্তা ও তেলের ড্রাম নামানো হচ্ছে। একইভাবে ননীগোপাল মোড় থেকে পুরাতন বিদ্যুৎ অফিস পর্যন্ত সড়কের নছিমন-করিমনসহ ১০ চাকার বড় ট্রাক লাগিয়ে ট্রান্সপোর্টসহ বিভিন্ন ডিলারদের গোডাউনে মালামাল ওঠানামা করা হচ্ছে। এতে তীব্র যানজটে পড়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে স্কুল-কলেজের শিক্ষার্থীরা।.

পথচারী আরমান হোসেন ও মিনহাজ উদ্দিন বলেন, এ সড়কের প্রতিটা দোকানের সামনে ট্রাক ও কাভার্ড ভ্যান দাঁড় করিয়ে রাখা হয়। প্রশাসন ও পৌর কর্তৃপক্ষের তেমন কোনো নজরদারি না থাকায় ভোগান্তির শিকার হচ্ছে সবাই। স্থানীয় দাশ মিউজিক্যাল এ- সাউন্ড সিস্টেমের সত্বাধিকারী প্রবীর দাশ বাবু, পলাশ দাশ বাপ্পি, ফুলবাড়ী চশমা ঘরের সত্বাধিকারী জহুরুল ইসলাম বলেন, পৌর শহরের এই ব্যস্ততম সড়কটির পার্শ্বের গুটি কয়েকজন ব্যবসায়ী গোটা পৌরবাসীকে জিম্মি করে তাদের নিজ খেয়ালখুশি মতো দোকানের সামনে বড় বড় ট্রাক-কাভার্ডভ্যান দাঁড় করে মালামাল ওঠানামা করছে। ফলে গোটা পৌরশহরে তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে। এ কারণে প্রায়ই সময় ট্রাক চালক ও পথচারীদের মধ্যে হাতাহাতির ঘটনাও ঘটছে। পূর্বের ইউএনও সকাল ৯ থেকে রাত ৯টা পর্যন্ত পৌর শহরে ট্রাক ঢোকা নিষিদ্ধ হলেও বর্তমানে সেই আইন মানছেন না কেউ-ই। একইভাবে সড়কের ওপর নির্মাণ সামগ্রীও রাখা হচ্ছে সড়কের অর্ধেক জায়গা দখল করে।.

যানজট নিয়ে কথা হয় কলেজ শিক্ষার্থী রক্তিম, আহসান হাবীব, ফরহাদ হোসেন ও স্কুল শিক্ষার্থী স্বর্ণা রাণী, টুটুল রায় ও আইরিন মুনতাহার সাথে। তাদের ভাষ্য, সকাল ৭টা থেকে সড়কের ওপর ট্রাক রাখার কারণে যানজটে পড়ে তারা সময় মতো স্কুল-কলেজে যেতে পারছেন না। অনেক সময় কালীবাড়ী এলাকা থেকে নিমতলা মোড় পার হতে ৪ থেকে ৬ মিনিটের পথ লেগে যাচ্ছে ৩০ থেকে ৪৫ মিনিট। এ গুরুত্বপূর্ণ সড়কে মালপত্র ওঠানামা বন্ধ করার দাবি তাদের।.

শিক্ষার্থীদের অভিভাবক মো. সাজু, মাধবী রানী ও সাবেকুন নাহার বলেন, বাচ্চাদের একা শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠানো যায় না। নিমতলা থেকে কাটিহারধর ব্রিজ পর্যন্ত যে যানযট থাকে তা বলার বাহিরে। ২/৩ মিনিটের রাস্তার পার হওয়া মুশকিল হয়ে যায়। যানযটের কারণে অনেকসময় দুর্ঘটনাও ঘটছে পথচারীদের সাথে যানবাহন চালকদের হাতাহাতিও হচ্ছে। আমরা চাই সড়কটিতে যেনো কোনোপ্রকার বড় যান না প্রবেশ করে। এ বিষয়ে সংশ্লিষ্টদের দৃষ্টি কামনা করছি।.

ব্যবসায়ীরা বলছেন, মালামাল ওঠানামার নির্ধারিত স্থান না থাকায় বাধ্য হয়ে সড়কের ওপর ট্রাক দাঁড় করতে হচ্ছে। বারবার আলোচনা হয় লোর্ড আনলোর্ডের স্থান নির্ধারণ করার কিন্তু কাজে কিছুই হয়না। পৌর মেয়র মাহমুদ আলম লিটন বলেন, ব্যবসায়ীসহ ব্যবসায়ী সমিতির সাথে একাধিকবার এ বিষয়ে কথা বলেছি। তাদেরকে বলেছি ভোরে এবং সন্ধ্যার পর ভাঁড়ি গাড়ি ঢুকিয়ে মালপত্র ওঠানামা করতে। কিন্তু তাদেরকে বলার পর দুইএকদিন মানলেও পরে আর তা মানে না। বিষয়টি নিয়ে কথা বললেও তারা কর্ণপাত করেন না। .

ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ওয়াসিকুল ইসলাম বলেন, কিছুদিন আগে অভিযান চালানো হয়েছে। পৌর কর্তৃপক্ষের সাথে আলোচনা করে বিষয়টি দ্রুত সমাধান করা হবে। . .

ডে-নাইট-নিউজ / প্লাবন শুভ, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:

সারাদেশ বিভাগের জনপ্রিয় সংবাদ