• ঢাকা
  • বৃহস্পতিবার, ৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ; ২৩ অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

ডুবে যাওয়া বলগেট তুলতে শ্রমিকের হাত ছিঁড়ে পড়ল নদীতে


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১২:১৯ পিএম;
ডুবে যাওয়া বলগেট তুলতে শ্রমিকের হাত ছিঁড়ে পড়ল নদীতে
ডুবে যাওয়া বলগেট তুলতে শ্রমিকের হাত ছিঁড়ে পড়ল নদীতে

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডুবে যাওয়া একটি বলগেট তুলতে গিয়ে দুই শ্রমিক গুরুত্বর আহত হয়েছে। আহতরা হলেন, ডুবুরির হেলপার মো.রাসেল (৩৭) ও সারেং মো.সোহেল (৩৫)। তারা ফেনী ও খুলনা জেলার বাসিন্দা।.



বুধবার দিবাগত রাতে সোয়া ১২টার দিকে উপজেলার কোম্পানীগঞ্জ টু সোনাগাজীর সাহেবের ঘাট সেতুর নিচে ছোটফেনী নদীতে এ ঘটনা ঘটে।    .



স্থানীয় সূত্রে জানা যায়, গত এক মাস আগে উপজেলার মুছাপুর ইউনিয়নের ছোটফেনী নদীর সাহেবের ঘাট সেতুর নিচে একটি বালুবাহী বলগেট ডুবে যায়। এরপর থেকে বলগেটের মালিক পক্ষ বলগেটটি উদ্ধারে চেষ্টা চালিয়ে আসছে। কিন্ত তারা বারবারই ব্যর্থ হয়েছে। বুধবার দিবাগত রাতে তারা পুনরায় বড় দুটি পল্টুন দিয়ে বলগেটটি উদ্ধারে চেষ্টা চালায়। একপর্যায়ে পল্টুনের চেইন ছিঁড়ে রাসেল ও সোহেলের শরীরে আঘাত লাগে। এতে রাসেলের ডান হাত ছিঁড়ে নদীতে পড়ে যায়, মাথার খুলির ওপরের চামড়া উঠে যায় এবং দুটি পা ভেঙ্গে যায়। অপরদিকে, সোহেলের দুটি পা ভেঙ্গে গুড়াগুড়া হয়ে যায়। স্থানীয়দের অভিযোগ, বলগেটের মালিক ও পল্টুনের কর্মকর্তাদের গাফিলতিতে এ দুর্ঘটনা ঘটে। তবে অভিযোগ নাকচ করে দিয়ে বলগেট ও পল্টুনের কাজের সাথে সংশ্লিষ্ট অহিদ দাবি করেন,এটি সংবাদ হওয়ার মত কোন বিষয় না।  

কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা: তিশা ভট্রাচার্য বলেন, রাতে স্থানীয়দের সহায়তায় দুজনকে উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। প্রাথমিক চিকিৎসা শেষে আশঙ্কাজনক অবস্থায় তাৎক্ষণিক তাদের উন্নত চিকিৎসার জন্য দুজনকে ঢাকা পাঠানো হয়।  

এ বিষয়ে জানতে একাধিকবার কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিমের মুঠোফোনে কল করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।  . .

ডে-নাইট-নিউজ /

দূর্ঘটনা বিভাগের জনপ্রিয় সংবাদ