• ঢাকা
  • শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ২৬ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

ডিমলায় সামাজিক সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২২ খ্রিস্টাব্দ, ০৭:০৬ পিএম;
ডিমলায় সামাজিক সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত
ডিমলায় সামাজিক সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত

ডিমলায় হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব আসন্ন দূর্গা পূজাকে সামনে রেখে ও উপজেলার সমগ্র সামাজিক সম্প্রীতি বজায় রাখতে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।  বৃহস্পতিবার (১৫-সেপ্টেম্বর) দুপুর ১২ টার দিকে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। .

সমাবেশে উপজেলা নির্বাহী কর্মকর্তা বেলায়েত হোসেন এঁর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আফতাব উদ্দিন সরকার।  .

সমাবেশে উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম বিশেষ অতিথির বক্তব্যে বলেন, সামাজিক সম্প্রীতির উপজেলা ডিমলা। এখানে আমরা সকল ধর্মের মানুষ মিলেমিশে সম্প্রীতির মাধ্যমে বাস করি। তাই আসন্ন দুর্গাপূজা যাতে সুষ্ঠু শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয় সেদিকে আমাদের সকলকে খেয়াল রাখতে হবে।.

এসময় আরও বক্তব্য দেন, উপজেলা পরিষদের ভাইস বাবু নীরেন্দ্রনাথ রায়,  ডিমলা থানার অফিসার ইনচার্জ (ওসি) লাইছুর রহমান, সদর ইউপি চেয়ারম্যান  আবুল কাশেম সরকার, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সেকেন্দার আলী,.

এ ছাড়াও সমাবেশে উঠে এসেছে কী কী কারণে এবং কেন ধর্মীয় উসকানিতে কিছু শ্রেণির মানুষ লিপ্ত হয়। যারা সামাজিক শান্তি বিনষ্ট করতে চায় বা এগুলো যারা করে থাকে তাদের যেন আইনের আওতায় নিয়ে আসা হয় তার অনুরোধ আসে সভায় উপস্থিতদের মুক্ত আলোচনা থেকে।.

সভায় সামাজিক সম্প্রীতি বজায় রাখতে সবাইকে সহিষ্ণু হওয়ার আহ্বান জানান সভার সভাপতি ইউএনও বেলায়েত হোসেন। তিনি হিন্দু ধর্মালম্বীদের সবচেয়ে বড় উৎসব আসন্ন দূর্গাপূজা উদযাপন উপলক্ষে বিশেষভাবে সতর্ক থাকার জন্য সভায় বেশি গুরুত্বারোপ করেন। পাশাপাশি পূজা চলাকালীন বিভিন্ন এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের প্রতি বিশেষ নজর রেখে কিশোর গ্যাং প্রতিহত করতে পুলিশ প্রশাসনকে পদক্ষেপ নেওয়ার আহবান জানান।.

সমাবেশে ধর্মীয় নেতৃবৃন্দ, শিক্ষক প্রতিনিধি, শিক্ষার্থী, নারী সমাজের প্রতিনিধি, সাংবাদিকসহ উপজেলা পরিষদের বিভিন্ন দফতরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।. .

ডে-নাইট-নিউজ / জাহাঙ্গীর রেজা, ডিমলা (নীলফামারী) প্রতিনিধিঃ 

সারাদেশ বিভাগের জনপ্রিয় সংবাদ