• ঢাকা
  • বৃহস্পতিবার, ১১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ২৫ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

ঝিনাইদহে সাপের কামড়ে স্কুল শিক্ষকের মৃত্যু


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: রবিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২২ খ্রিস্টাব্দ, ১২:১০ পিএম;
ঝিনাইদহে সাপের কামড়ে স্কুল শিক্ষকের মৃত্যু
ঝিনাইদহে সাপের কামড়ে স্কুল শিক্ষকের মৃত্যু

ঝিনাইদহ সদর উপজেলার পোড়াহাটি ইউনিয়নের ইস্তেফাপুর গ্রামের সাপের কামড়ে বদিউজ্জামান এপো (৫১) নামের এক স্কুল শিক্ষকের মৃত্যু হয়েছে। শনিবার রাতে এ ঘটনা ঘটে। মৃত বদিউজ্জমান সদর উপজেলার মধুপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন। সে ওই গ্রামের মুক্তিযোদ্ধা আমিরুল ইসলামের ছেলে।স্বজনরা জানায়, এপো রাত ১০ টার দিকে বাড়ির পাশে পুকুর পাড়ে যায়। এসময় বিষাক্ত সাপ তাকে ছোবল দেয়। যন্ত্রণা শুরু করে পরিবারে লোকজন তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেছে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।ঝিনাইদহ সদর হাসপাতালে জরুরী বিভাগের চিকিৎসক ডা: লিমন পারভেজ জানান, হাসপাতালে পৌছানোর আগেই প্রধান শিক্ষককের মৃত্যু হয়েছে। মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসে তার স্বজনরা। সাপে কাটলে প্রথম ঘন্টায় হাসপাতালে পৌছাতে হবে তাহলে চিকিৎসা দিয়ে তাকে সুস্থ করা যায়।.

.

ডে-নাইট-নিউজ / ঝিনাইদহ প্রতিনিধিঃ

দূর্ঘটনা বিভাগের জনপ্রিয় সংবাদ