• ঢাকা
  • শুক্রবার, ১৬ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ; ০১ আগষ্ট, ২০২৫ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

ঝিনাইদহে ট্রেনের ধাক্কায় এক স্কুলছাত্র নিহত


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: বুধবার, ২৮ ফেরুয়ারী, ২০২৪ খ্রিস্টাব্দ, ০১:০৬ পিএম;
ঝিনাইদহে ট্রেনের ধাক্কায় এক স্কুলছাত্র নিহত
ঝিনাইদহে ট্রেনের ধাক্কায় এক স্কুলছাত্র নিহত

ঝিনাইদহ জেলা প্রতিনিধিঃ ঝিনাইদহে ট্রেনের ধাক্কায় এক স্কুলছাত্র নিহত হয়েছে। বুধবার সকালে জেলার কোটচাঁদপুর উপজেলার রাঙ্গিয়ারপোতা গ্রামের রেল ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত কিশোরে নাম ফাহাদ হোসেন। সে ওই এলাকার আব্দুস সামাদের ছেলে এবং স্থানীয় এলাঙ্গী মফেজ উদ্দীন মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র ছিল। কোটচাদপুর রেল স্টেশন মাস্টার গোলাম রসুল নয়ন জানান, বিষয়টি রেল পুলিশে জানানো হয়েছে। খুললো ঘুমধুম-তুমব্রু সীমান্তের পাঁচ স্কুল ও একটি মাদ্রাসাখুললো ঘুমধুম-তুমব্রু সীমান্তের পাঁচ স্কুল ও একটি মাদ্রাসা কোটচাদপুর থানার অফিসার ইনচার্জ সৈয়দ আল মামুন জানান, ফাহাদ মোটরসাইকেল চালিয়ে বাড়ি থেকে মাঠে যাচ্ছিলো। ওই রেলক্রসিংয়ে পৌঁছালে খুলনা থেকে রাজশাহীগামী রূপসা ট্রেনে ধাক্কা লেগে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ বিষয়ে যশোর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই শাহিদুল ইসলাম বলেন, ট্রেনের ধাক্কায় এক স্কুলছাত্র মারা গেছে আমরা শুনেছি। লাশ উদ্ধারের প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।.

.

ডে-নাইট-নিউজ /

দূর্ঘটনা বিভাগের জনপ্রিয় সংবাদ