• ঢাকা
  • মঙ্গলবার, ৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ১৬ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

জাতির পিতার অবদানের পাশাপাশি রয়েছে বঙ্গমাতার নীরব ভুমিকা


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: শনিবার, ২১ আগষ্ট, ২০২১ খ্রিস্টাব্দ, ১০:৩১ এএম;
জাতির পিতার অবদানের পাশাপাশি রয়েছে বঙ্গমাতার নীরব ভুমিকা
জাতির পিতার অবদানের পাশাপাশি রয়েছে বঙ্গমাতার নীরব ভুমিকা

খিলক্ষেত থানা আওয়ামাীলীগ এর আইন বিষয়ক সম্পাদক এ্যাড. মোঃ এনামুল হক এর আয়োজনে গতকাল শুক্রবার বাদ জুম্মা ১৫ই আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া ও গণভোজ আয়োজন করেন। উত্ত অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন জনাব মোজাফর হোসেন মানিক, সহ সভাপতি বাংলাদেশ আওয়ামাীলীগ খিলক্ষেত থানা। বক্তব্য রাখেন বেবী বড়ুয়া কার্যকরী সদস্য বাংলাদেশ মহিলা আওয়ামাীলীগ আরো অনেকে, এছাড়াও উপস্থিত ছিলেন খিলক্ষেত থানার মহিলা আওয়ামাীলীগ সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, ও এলাকার গণ্যমান্য ব্যাক্তি বর্গ । বেবী বড়ুয়া তার বক্তব্য'তে জাতির পিতা ও ১৫ আগস্ট কালোরাতে নিহত হওয়া সকল শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন আমাদের জাতির পিতার অবদানের পাশাপাশি রয়েছে বঙ্গমাতার নীরব ভুমিকা যা বঙ্গবন্ধু কণ্যা না বল্লে আমাদের কাছে অজানাই রয়ে যেত,এ সমাজে এখনো নারীদের অবদানের কথা লুকানোই থেকে যায়, অথচ একজন নারীই পাড়ে একজন পুরুষকে এগিয়ে দিতে, একজন পুরুষ এগিয়ে যেতে সবচেয়ে বেশি প্রয়োজন তার সহধর্মিণীর সহযোগীতা যেমনটি পেয়েছিলেন আমাদের জাতির পিতা, তাই বঙ্গবন্ধুর পাশাপাশি বঙ্গমাতার অবদানের কথাও বেশি বেশি জানাতে হবে, এ আগস্ট মাস আমাদের জন্য একটি হৃদয় ব্যাতিত মাস, এ মাস আসলেই হায়েনার দল তৎপর হয়ে উঠে কি ভাবে আরেকটি ১৫ আগস্ট ঘঠানো যায়, তাই সবাই সজাগ থেকে জননেত্রী শেখ হাসিনাকে এগিয়ে যেতে কাজ করে যেতে হবে,আমরা আছি রাজ পথের প্রহরী হয়ে,বর্তমান মহামারী ও ডেঙ্গু প্রতিরোধ করতে নিজ নিজ  আঙ্গীনা পরিস্কার রাখুন সচেতন থাকুন ঘরের বাইরে গেলে অবশ্যই মাস্ক পড়ুন। জয়বাংলা জয় বঙ্গ বন্ধু জয় হোক সকল মানবের।.

.

ডে-নাইট-নিউজ / ডে-নাইট নিউজ

রাজনীতি বিভাগের জনপ্রিয় সংবাদ