চুনারুঘাটে ১০ কেজি গাঁজাসহ ৩ জনকে আটক করেছে চুনারুঘাট থানা পুলিশ। গতকাল রাতে চুনারুঘাট উপজেলার চাঁদপুর চা বাগানের ঘাটাশাল এলাকা থেকে ১০ কেজি গাঁজাসহ দুইজনকে আটক করা হয়েছে। এস আই হিমনের নেতৃত্বে, একদল পুলিশ গোপন সংবাদের ভিক্তিতে অভিযান পরিচালনা করে তাদের আটক করে।.
আটকৃতরা হলো ১। বিশ্বনাথ সাওতাল (৪৫) পিতা মৃত হবিভক্ত সাওতাল, ২। মাখন সাওতাল (৩৫) পিতা কৃষ্ণভক্ত। পূর্ব উবাহাটা থেকে জাহির আলীর মেয়ে, মহিলা মাদক ব্যবসায়ী ৩।ঝুনা আক্তার,কে নিজ ঘর থেকে ৬০ পিচ ইয়াবাসহ আটক করা হয়েছে। পুলিশ জানায় আটকৃত ঝুনা আক্তারের বিরুদ্ধে এর আগেও কয়েকটি মাদক মামলা রয়েছে, সে চুনারুঘাট উপজেলার একজন কুখ্যাত মহিলা মাদক কারবারি। .
.
আপনার মতামত লিখুন: