কৃষক শ্রমিক জনতা লীগ প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী বীর উত্তম বলেছেন,ড.ইউনুস গ্রামীণ ব্যাংক শুধু নয় গ্রামীন নামে কোন কিছুই থাকবে না, তখন ১৪ কলস পানি খেলেও কাজ হবে না, শেখ হাসিনার যখন তাকে সুদখোর বলতো তখন তার পাশে ছিলাম আমি। তিনি বলেন,শেখ হাসিনার পতনের পর এক নাম্বার ছিল ধানের শীষ এখন কিন্তু তারা পেটের বিষ। এভাবে চলতে থাকলে হাসিনার মতো এদেরও পতন হবে । তিনি বলেন, আওয়ামী লীগ,১৪দল, জাতীয় পার্টির নির্বাচনে না গেলে আমরাও যাবো না।আমি শেখ হাসিনার আওয়ামী লীগ করিনা বঙ্গবন্ধু ভাষানীর আওয়ামী লীগ করি। জয় বাংলা বলে মুক্তিযুদ্ধে গিয়েছি এখনো জয় বাংলা বলি আমাকে গ্রেফতার করলেও জয় বাংলা বলবো ।.
.
তিনি বলেন জামায়াতে ইসলামী এককভাবে নির্বাচন করলে ৫টি আসনও পাবে না। মুক্তিযুদ্ধে তাদের ভূমিকার জন্য দেশবাসী আল্লাহর নিকট ক্ষমা যেন হয় সেভাবে ক্ষমা চাইতে হবে। সোমবার বিকেলে উপজেলার বহেড়াতৈল গণ উচ্চ বিদ্যালয় মাঠে ২ নং বহেড়াতৈল ইউনিয়ন কৃষক,শ্রমিক জনতা লীগের দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন। বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমানের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন,আব্দুল্লাহ মিয়া বীর প্রতীক, এ কে এম সালেহ হিটলু,ইশাদ সিদ্দিকী, রাহাত হাসান টিটু, সানোয়ার হোসেন সজিব, সানোয়ার হোসেন মাস্টার, দেলোয়ার হোসেন মাস্টার, আলমগীর সিদ্দিকী, আবু জাহিদ রিপন, দেলোয়ার মাস্টার,আশিক জাহাঙ্গীর, সোহেল রানার রিপন প্রমুখ। জনাব কাদের সিদ্দিকী আরো বলেন, জামায়াতে ইসলামী ব্রিটিশ আমলে ব্রিটিশদের পক্ষে স্বাধীনতা যুদ্ধের সময় পাকিস্তানের পক্ষে ছিল।.
. .
ডে-নাইট-নিউজ /
আপনার মতামত লিখুন: