
ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে নৈমুদ্দিন (৬৫) নামে এক হাজতির মৃত্যু হয়েছে। আজ বুধবার দিবাগত রাতে অসুস্থ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।.
অসুস্থ অবস্থায় উদ্ধার করে নিয়ে আসা এক কারারক্ষী জানান, রাতে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের নিয়ে আসা হয়। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।.
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, মরদেরটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্ত করা হবে।. .
ডে-নাইট-নিউজ /
আপনার মতামত লিখুন: