
চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামে রোববার সকালে খেলার ছলে পুকুরের পানিতে ডুবে আবদুল্লাহ আল ফারাবি নামে তের মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। তিন ভাই-বোনের মধ্যে ফারাবি সবার ছোট। নিহত ফারাবি উপজেলার কনকাপৈত ইউনিয়নের কোমার ডোগা গ্রামের উত্তর পাড়ার টাইলস্ মিস্ত্রী আবদুর রহিম লাবুর ছেলে। .
.
স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সকালে ঘরের ছাদে ধান শুকানোর কাজে ব্যস্ত ছিল আবদুল্লাহ আল ফারাবির মা হোছনা বেগমসহ পরিবারের লোকজন। এ সময় ঘরের পাশে খেলা করছিল শিশু ফারাবি। হঠাৎ সে নিখোঁজ হয়ে যায়। কিছুক্ষণ খোঁজাখুজির পর পাশের পুকুরে তাকে ভাসতে দেখে উদ্ধার করা হয়। পরে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ফারাবিকে মৃত ঘোষণা করেন। .
স্থানীয় শিক্ষক মাওলানা রুহুল আমিন ও সাংবাদিক কাজী আহসান উল্ল্যা বলেন, ‘খেলার ছলে শিশু ফারাবি ঘরের পাশে পুকুরে পড়ে মৃত্যু হয়েছে’।. .
ডে-নাইট-নিউজ /
আপনার মতামত লিখুন: