চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি : কে. এম. আহসান উল্ল্যা: চৌদ্দগ্রাম উপজেলার ৯নং কনকাপৈত ইউনিয়নের কালকোট আহমদিয়া হাফেজিয়া এতিমখানা ও নূরানী মাদ্রাসার উদ্যোগে ২০২৫ সালের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এ-উপলক্ষ্যে .
শনিবার সকালে মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এ সমাবেশে শিক্ষার্থীদের নৈতিকতা, পড়ালেখা ও সামাজিক দায়বদ্ধতা নিয়ে আলোচনা করা হয়।.
অনুষ্ঠানে মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মো. নুর মোহাম্মদ মোল্লা-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চৌদ্দগ্রাম প্রেস ক্লাবের সভাপতি সিরাজুল ইসলাম ফরায়েজী।.
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন .
মাস্টার সেলিম মজুমদার এবং চৌদ্দগ্রাম প্রেস ক্লাবের কার্যনির্বাহী সদস্য আনিছুর রহমান।.
এছাড়াও বক্তব্য রাখেন মাওলানা কামাল উদ্দিন, মাওলানা ইউনুস সাহেব, মাওলানা কাজী মাঈন উদ্দিন সাহেব এবং অত্র মাদ্রাসার সদস্য মো. নবী।.
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নজির আহমেদ।.
আরও উপস্থিত ছিলেন মাদ্রাসার সেক্রেটারি ও চৌদ্দগ্রাম মাধ্যমিক পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. রহিম উদ্দিন মজুমদার, ম্যানেজিং কমিটির সদস্য শামীম মজুমদার, নজির আহমেদসহ এলাকার গণ্যমান্য ব্যক্তি ও অভিভাবক প্রতিনিধিরা।.
বক্তারা বলেন, একজন শিক্ষার্থীকে শুধু মেধাবী করলেই চলবে না; তার মধ্যে নৈতিকতা, আত্মশৃঙ্খলা ও মানবিক মূল্যবোধ গড়ে তোলা জরুরি। শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টাই শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিত করতে পারে।.
তাঁরা কুরআন ও হাদিসের আলোকে জীবন পরিচালনার গুরুত্ব তুলে ধরেন এবং শিক্ষার্থীদের মোবাইল আসক্তি, সময় অপচয় ও পড়ালেখায় অবহেলা রোধে অভিভাবকদের সচেতন ভূমিকা পালনের আহ্বান জানান।:অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা মরহুম হাফেজ আহমেদ মোল্লাকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। তিনি ১৯৮০ সালে মাদ্রাসাটি প্রতিষ্ঠা করেন। তাঁর রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।.
উল্লেখ্য, অত্র প্রতিষ্ঠানটি নূরানী তালিমুল কুরআন বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষায় ‘এ-প্লাস’ অর্জনসহ উপজেলায় শীর্ষ ১০টি মাদ্রাসার মধ্যে স্থান করে নিয়েছে এবং বিভিন্ন প্রতিযোগিতায় কৃতিত্বের স্বাক্ষর রেখেছে।.
অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করা হয় এবং অভিভাবকদের করণীয় বিষয়ে দিকনির্দেশনা প্রদান করা হয়।.
সমাবেশটি বিশেষ মোনাজাতের মাধ্যমে শেষ হয়।.
ডে-নাইট-নিউজ /
আপনার মতামত লিখুন: