• ঢাকা
  • শুক্রবার, ৬ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ; ২২ আগষ্ট, ২০২৫ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

কমলনগরে ৮ দোকানে আগুন, দেড় কোটি টাকার ক্ষতি


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: শনিবার, ১৬ মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, ০৩:১৪ পিএম;
কমলনগরে ৮ দোকানে আগুন, দেড় কোটি টাকার ক্ষতি
কমলনগরে ৮ দোকানে আগুন, দেড় কোটি টাকার ক্ষতি

মোঃ নুর হোসেন, কমলনগর প্রতিনিধি:: লক্ষ্মীপুরের কমলনগরে বলিরপোল বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (১৬ মার্চ) সকাল সাড়ে ৬ টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে মুদি দোকান, কাপড় দোকান, মোবাইল দোকান, ফার্মেসী ও ফল দোকানসহ ৮টি দোকান পুড়ে গেছে। এতে প্রায় দেড় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ভুক্তভোগী ব্যবসায়ীরা।.

 .

ব্যবসায়ীরা দাবি করেন, আগুনে পুড়ে মুদি দোকানি করিম স্টোরের ৮০ লক্ষ, পল্লী চিকিৎসক আলা উদ্দিন ও খুরশিদ আলমের ৪ লক্ষ, আনোয়ার বস্ত্র বিতানের ১২ লক্ষ, আবদুর রহমান টেলার্সের ১০ লক্ষ, সুমন টেলিকমের ১২ লক্ষ, আব্বাস ফল বিতানের ৫ লক্ষ এবং চারজন ঘর মালিকের ৮ ঘরের প্রায় ৪০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।.

 .

স্থানীয় ফার্মেসী ব্যবসায়ী মো. রুবেল বলেন, আমি সকালে এসে দোকানে বসি। তখন দুইটি বিকট শব্দ  শুনে বাহিরে এসে দেখি একটি কাপড়ের দোকান থেকে আগুন চারদিকে চড়িয়ে পড়ছে। তাৎক্ষণিক ফায়ারসার্ভিসে কল দিই। এছাড়া পাশের মসজিদের মাইকে আগুন লাগার বিষয়টি জানিয়ে দিলে লোকজন এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে।.

 .

চর মার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউসুফ আলী বলেন, আগুনে বাজারের ৮টি দোকান পুড়ে গেছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ক্ষয়ক্ষতির পরিমাণ এই মুহুর্তে সঠিকভাবে বলা যাচ্ছে না। কমলনগর ফায়ার সার্ভিসের টিম লিডার মো. আব্দুল মজিদ জানান, ফায়ার সার্ভিসের একটি ইউনিটের এক ঘন্টা চেষ্টায চালিয়ে আগুন নেভাতে সক্ষম হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণের বিষয়ে তিনি কোন মন্তব্য করেননি।. .

ডে-নাইট-নিউজ /

সারাদেশ বিভাগের জনপ্রিয় সংবাদ