
নাসির মাহমুদ (লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি): আগামী (১২ অক্টোবর-০২ নভেম্বর) ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণ অভিযান সফল করার লক্ষ্যে লক্ষ্মীপুরস্থ কমলনগরে ০৫ অক্টোবর বৃহস্পতিবার বিকাল ৪ ঘটিকায় বাত্তির খাল মাছ ঘাট ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় ইলিশের প্রধান প্রজনন মৌসুমে সারাদেশে ইলিশ আহরণ, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিময় নিষিদ্ধ উপলক্ষে জনসচেতনতা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার জনাব সুচিত্র রঞ্জন দাস এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান জনাব মেজবাহ উদ্দিন আহমেদ বাপ্পি ,উপজেলা ভাইস চেয়ারম্যান জনাব ওমর ফারুক সাগর, হাজির হাট পুলিশ ফাড়ি ইনচার্জ, অত্র মাছ ঘাটের সভাপতি, মৎস্যজীবী, আড়ৎদার ও স্থানীয় জনপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। সভায় জানানা হয় চাঁদপুরের মেঘনার ষাটনল থেকে লক্ষ্মীপুরের রামগতি পর্যন্ত ১০০ কি:মি অভয়াশ্রম ঘোষণা করার হয়েছে।.
. .
ডে-নাইট-নিউজ /
আপনার মতামত লিখুন: