• ঢাকা
  • শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ; ২৮ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

কমলনগরে প্রাণি সম্পদ মেলার উদ্বোধন


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ০৭:৩৬ পিএম;
কমলনগরে প্রাণি সম্পদ মেলার উদ্বোধন
কমলনগরে প্রাণি সম্পদ মেলার উদ্বোধন

‎কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি  ‎"দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি : প্রাণি সম্পদে হবে উন্নতি" এ প্রতিপাদ্যকে সামনে রেখে লক্ষ্মীপুরের কমলনগরে প্রাণি সম্পদ মেলার উদ্বোধন করা হয়েছে। বুধবার সকালে সপ্তাহ ব্যাপী এ মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাহাত উজ জামান।  প্রাণি সম্পদ দপ্তরের ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে এ উপলক্ষে একটি শোভাযাত্রা বের করা হয়। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা.মোহাম্মদ ইসমাইল হোসেনের সভাপতিত্বে ওই সময়  অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, কৃষি কর্মকর্তা ইকতারুল ইসলাম,  যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ আজমল হোসেন, মৎস্য কর্মকর্তা তূর্য সাহা, উপজেলা বিএনপির সভাপতি নুরুল হুদা চৌধুরী, জামায়াতের আমীর মাওলানা আবুল খায়ের, কমলনগর প্রেসক্লাবের সভাপতি ইউছুফ আলী মিঠু, জেলা গণঅধিকার পরিষদের জেলা সাধারণ সম্পাদক  সার্জেন্ট সোলায়মান চৌধুরী,  উদ্যোগক্তা বেলাল হোসেন ও ডেইরি এসোশিয়োশনের সেক্রেটারি আমিনুল ইসলাম সবুজ। মেলায় ১৮টি স্টল অংশ গ্রহন করেন।.

.

ডে-নাইট-নিউজ /

সারাদেশ বিভাগের জনপ্রিয় সংবাদ