• ঢাকা
  • শুক্রবার, ১৯ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ০৩ মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

এ জয় আমার না, এ জয় আমার বাসাইল-সখিপুর বাসীর: অনুপম


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: সোমবার, ০৮ জানুয়ারী, ২০২৪ খ্রিস্টাব্দ, ১০:২৪ এএম;
এ জয় আমার না, এ জয় আমার বাসাইল-সখিপুর বাসীর: অনুপম
এ জয় আমার না, এ জয় আমার বাসাইল-সখিপুর বাসীর: অনুপম

৭ই জানুয়ারি ২০২৪,রবিবার অনুষ্ঠিতব্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে টাংগাইল ০৮ (বাসাইল-সখীপুর) আসন দ্বিতীয় বারের মতো এমপি হিসেবে নির্বাচিত হলেন নৌকার মাঝি অনুপম শাহজাহান জয়। তিনি চার বারের সাবেক সাংসদ কৃষিবিদ অধ্যাপক মরহুম শওকত মোমেন শাহজাহানের একমাত্র পুত্র।.

অনুপম শাহজাহান জয় নৌকা প্রতীকে ৯৬,৪০১টি ভোট পেয়ে বেসরকারিভাবে এমপি নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মুক্তি যুদ্ধের জীবন্ত কিংবদন্তি বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী বীরউত্তম এর গামছা প্রতীকে ভোট পেয়েছেন ৬৭,৪০১টি। অর্থাৎ নৌকার মাঝি অনুপম শাহজাহান জয় ২৯০০০ ভোট বেশি পেয়ে বিজয়ী হয়েছেন।.

ফলাফল ঘোষণার পর নেতা,কর্মী, সমর্থকদের সমন্বয়ে সখীপুর উপজেলা রোডসহ শহরের বিভিন্ন সড়কে আনন্দ মিছিল করেন।কেউ কেউ পটকা ফুটিয়ে, আতশবাজি জ্বালিয়ে, আকাশে ফানুস উড়িয়ে আনন্দ উৎসব করেন।পুরো শহর জুড়ে সবাই ঈদের আনন্দের মতো উপভোগ করেন। 
সর্বশেষ আনন্দ পথসভার বক্তব্যে সকলের উদ্দেশ্যে অনুপম শাহজাহান জয় বলেন; আমার মাথা সর্বদা বাসাইল- সখিপুর বাসীর জন্য নথ থাতবে।আমার হাত সর্বদা আপনাদের পায়ে থাকবে। আপনাদের ঋণ আমি কোনদিন শোধ করতে পারবোনা। তবে নির্বাচন কালীল যেসকল প্রতিশ্রুতি আমি আপনাদেরকে দিয়েছি তার শতভাগই আপনাদের সাথে নিয়ে পুরণ করবোই ইনশাআল্লাহ। .

পথসভায় অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন; সখিপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শওকত সিকদার, অধ্যক্ষ সাঈদ আজাদ সহ প্রমুখ নেতৃবৃন্দ।.

অনুষ্ঠান পরিচালনা ও সঞ্চালনায় ছিলেন; আওয়ামী লীগ নেতা ও বিশিষ্ট ঠিকাদার (সড়ক ও জনপথ) জাহাঙ্গীর তারেক।.

.

ডে-নাইট-নিউজ /

রাজনীতি বিভাগের জনপ্রিয় সংবাদ