• ঢাকা
  • সোমবার, ১৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ২৯ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

উত্তর বিশ্বনাথ ১ম নাইট ফুটসালের জমকালো উদ্বোধন


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: শনিবার, ০২ মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, ১০:১৭ এএম;
উত্তর বিশ্বনাথ ১ম নাইট ফুটসালের জমকালো উদ্বোধন
উত্তর বিশ্বনাথ ১ম নাইট ফুটসালের জমকালো উদ্বোধন

বিশ্বনাথ উপজেলার ১ নং লামাকাজি ও ২ নং খাজাঞ্চি ইউনিয়ন নিয়ে গঠিত ইয়াং সোসাইটি বৃহত্তর প্রীতিগঞ্জ বাজার ক্রীড়া সংস্থার উদ্যোগে ১ম নাইট ফুটসাল টুর্নামেন্টের জমকালো উদ্বোধন সম্পন্ন হয়েছে। .

১লা মার্চ শুক্রবার রাতে প্রীতিগঞ্জ বাজার সংলগ্ন উত্তরের মাঠে মধ্যমবার ফুটসাল টুর্নামেন্টের জমকালো শুভ আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি সিলেট জেলা পরিষদের সদস্য, বিশ্বনাথ উপজেলা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক, আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী এডভোকেট গিয়াস উদ্দিন আহমদ। 
 
ইয়াং সোসাইটি বৃহত্তর প্রীতিগঞ্জ বাজার ক্রীড়া সংস্থা আয়োজনে নাইট ফুটসাল টুর্নামেন্টের উদ্বোধনে প্রধান অতিথি এডভোকেট গিয়াস উদ্দিন আহমদ এসময় তাঁর বক্তব্যে বলেন, খেলাধুলা যুব সমাজকে মাদকমুক্ত ও অনৈতিক কাজ থেকে বিরত রাখে। যুব সম্প্রদায়ের মানসিক ও শারীরিক ব্যায়ামের একটি সুযোগ সৃষ্টি করে খেলাধুলা। যুবসমাজকে অনৈতিকতার কাজ থেকে ফেরাতে হলে বেশি করে খেলাধুলা আয়োজনের বিকল্প নেই। এমন একটি আয়োজন করায় আয়োজক কমিটি ও সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়ে সার্বিক সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন তিনি।.

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্বনাথ থানার তদন্ত ওসি আব্দুর রব, ২ নং খাজাঞ্চি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরশ আলী, লামাকাজি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান এনামুল হক এনাম, লামাকাজি ইউনিয়ন যুবলীগের সভাপতি ফয়সল আহমদ,বিশ্বনাথ থানার এস আই আব্দুল মান্নান।.

এসময় আরো উপস্থিত ছিলেন, প্রীতিগঞ্জ বাজার পরিচালনা কমিটির সভাপতি আব্দুল গফুর, প্রবীণ মুরব্বি তৈমুছ আলী, শিক্ষানবিশ আইনজীবী পলাশ সেনাপতি, মেম্বার লাল মিয়া লালু, এ এস আই দিদারুল হক, খেলা পরিচলনা কমিটির সভাপতি মোস্তাক আহমদ আবু, সাধারণ সম্পাদক লোকমান আহমদ, সহ শতশত ক্রীড়ামোদী দর্শক, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। .

উদ্বোধন শেষে অতিথিদের মাঝে সম্মাননা স্মারক প্রদান করেন আয়োজক কমিটির নেতৃবৃন্দ। .

.

ডে-নাইট-নিউজ / বিশ্বনাথ প্রতিনিধিঃ

সারাদেশ বিভাগের জনপ্রিয় সংবাদ