সখীপুরে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী ইউসুফ আলী ভূইয়া'র পথসভা ও মোটরসাইকেল শোভা যাত্রা.
টাঙ্গাইলের সখীপুর উপজেলার নবগঠিত১০ নং বড়চওনা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ইউসুফ আলী ভূইয়া'র পথসভা ও মোটরসাইকেল শোভা যাত্রা অনুষ্ঠিত হয়েছে। 
আজ (১১ জুন) রবিবার সকালে বড়চওনা কুতুবপুর কলেজ মাঠ থেকে এ শোভা যাত্রা শুরু হয়।.
শোভা যাত্রায় দলীয় নেতা কর্মীসহ প্রায় ৫ শতাধিক মোটরসাইকেল নিয়ে এ পথসভা ও আনন্দ মিছিলে অংশ গ্রহণ করে ১০ নং বড়চওনা ইউনিয়ন পরিষদের বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী ইউসুফ আলী ভূইয়া।.
এছাড়াও দলীয় নেতা কর্মীদের সাথে নিয়ে নৌকার পক্ষে ভোট প্রার্থনা করে বিভিন্ন ওয়ার্ডে পথসভায় গণসংযোগ করে বিকেলে বড়চওনা বাজারে এসে এ মোটরসাইকেল শোভা যাত্রা শেষ হয়।
নৌকার প্রার্থী ইউসুফ আলী ভূইয়া বলেন,বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকার মাঝি হিসেবে আমাকে মনোনয়ন দেওয়ায় মাননীয় প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা ও দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি সহ জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান খান ফারুক, সাধারণ সম্পাদক ও বাসাইল সখীপুর এর জাতীয় সাংসদ বীর মুক্তিযোদ্ধা এড.জোয়াহেরুল ইসলাম (ভিপি জোয়াহের) এমপি এবং সখীপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত সিকদার ও সাধারণ সম্পাদক অনুপম শাহজাহান জয় (সাবেক এমপি)কে বড়চওনা ইউনিয়ন বাসীর পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা ও মুজিব সালাম জানাই।.
যারা আমাকে নৌকা প্রতীক দিয়ে এই নবগঠিত বড়চওনা ইউনিয়ন বাসীর কাছে পাঠিয়েছেন এবং যাদের জন্য আমি জনপ্রতিনিধি হতে চাই, আমি যেন সেই সব মানুষের সম্মান অক্ষুন্ন রাখতে পারি।আমি নৌকা মার্কার বিজয়ের ব্যাপারে ১০০% নিশ্চিত কারণ বিগত দিনে এই ইউনিয়ন বাসীর সাথে আমার আত্মার একটি সেতু বন্ধন তৈরি হয়েছে।আমি কারুর কোন ক্ষতি আমার জানামতে করি নাই।
এজন্য তাদের প্রতি আমার পূর্ণ আস্থা ও বিশ্বাস থাকায় আমি মনে করি নৌকার বিজয় সুনিশ্চিত। 
ইনশাআল্লাহ আমি গণমানুষের ভোটে চেয়ারম্যান নির্বাচিত হলে এই নবগঠিত বড়চওনা ইউনিয়ন কে একটি মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলব।
ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার হাত ধরে উন্নয়নশীল দেশের সাথে তাল মিলিয়ে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ,তারই ধারাবাহিকতা অব্যাহত রাখতে নৌকার পক্ষে ভোট চাই।.
এসময় উপস্থিত নেতারা বলেন, "নৌকা যার আমরা তার"
ইনশাআল্লাহ নৌকার বিজয় সুনিশ্চিত করেই ঘরে ফিরবো আমরা।.
.
ডে-নাইট-নিউজ / সাদিক বিপ্লব
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
আপনার মতামত লিখুন: