
দিনাজপুরের ফুলবাড়ীর পার্শ্ববর্তী নবাবগঞ্জে নদীর তীরে রোপণ করা ধানের বীজ রক্ষার্থে ইঁদুর মারার ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সামিউল ইসলাম নামের এক শিক্ষার্থীর (১৭) মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল সোমবার নবাবগঞ্জ উপজেলার কুশদহ ইউনিয়নের সোনাপুকুর গ্রামে এই ঘটনা ঘটে। নিহত সামিউল ইসলাম ওই গ্রামের হামিদুল ইসলামের ছেলে এবং হিলিরডাঙা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী।
পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা যায়, দুপুর দুইটায় সামিউল ইসলামসহ তিন বন্ধু বাড়ীর পার্শ্বে নদীতে মাছ মারতে যায়। এসময় সামিউল প্রথমে নদীতে নামলে ওই নদীর তীরে ইঁদুর মারার কারেন্ট ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়। সামিউলের বিদ্যুৎস্পৃষ্টের ঘটনাটি বুঝতে পেয়ে তার বন্ধুরা চিৎকার করলে পরিবারের সদস্যরা ও এলাকাবাসী ছুটে আসেন। পরে কারেন্ট বন্ধ করে সামিউলকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত সামিউল ইসলামের বাবা হামিদুল ইসলাম বলেন, বর্তমান ওই ইউনিয়নের চেয়ারম্যান দেলোয়ার হোসেনের ব্যক্তিগত সহকারী মো. সবুজ নদীর তীরে ধানের চারা রোপণ করে। তিনি ওই জমিতে কারেন্ট ফাঁদ দিয়ে রেখেছিলেন। ওই ফাঁদে পড়ে সামিউলের মৃত্যু হয়েছে। সবুজের দৃষ্টান্ত শাস্তি কামনা করছি।
ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত উপ সহকারি কমিউনিটি মেডিকেল অফিসার আব্দুর রউফ বলেন, বিদ্যুস্পৃষ্টে সামিউল ইসলামের মৃত্যু হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার আগেই তার মৃত্যু হয়।
.
ডে-নাইট-নিউজ / প্লাবন শুভ, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:
কপিরাইট © 2015-2025 Dnnbd.com, ডে-নাইট গ্রুপের একটি অংঙ্গ প্রতিষ্ঠান।
Design & Developed by ICT Sky Ltd.
আপনার মতামত লিখুন: