• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৮ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ০২ মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

আস-সাদিক কল্যাণ পরিষদের মিলনমেলা


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: শনিবার, ২৭ জানুয়ারী, ২০২৪ খ্রিস্টাব্দ, ০৫:৪১ পিএম;
আস-সাদিক কল্যাণ পরিষদের মিলনমেলা
আস-সাদিক কল্যাণ পরিষদের মিলনমেলা

লক্ষ্মীপুরে আস-সাদিক কল্যাণ পরিষদের মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ জানুয়ারি) দুপুরে সদর উপজেলার টুমচর ইসলামিয়া কামিল মাদরাসার হলরুমে এ মিলন মেলা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, টুমচর ইসলামিয়া কামিল মাদরাসার সাবেক অধ্যক্ষ শায়খুল হাদীস মুহাম্মদ হারুন আল-মাদানী।.

মিলন মেলায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নোয়াখালী ইসলামিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা ওহিদুল হক, টুমচর ইসলামিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা ইদ্রিস টুমচরী, মাদরাসাটির সাবেক সহকারি অধ্যপক (আরবি) আ.ত.ম ইউসুফ আল-মাদানী, অধ্যাপক আবদুল কাদের ও সহকারি শিক্ষক শাহ আলম। ঢাকা নামা একাডেমীর পরিচালক মাওলানা মো. ইউসুফ, নোয়াখালী ইসলামিয়া কামিল মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা আবদুর রহিম ও মুহাদ্দিস মাওলানা মো. ইউসুফসহ আরও অনেকে।.

এসময় প্রধান অতিথির বক্তব্যে মাওলানা হারুন আল-মাদানী বলেন, বন্ধুত্বের বন্ধন ঠিক রাখার মূল ভিত্তি হচ্ছে, নেক আমল আর তাকওয়া। যদি এগুলো না থাকে, তাহলে দুনিয়ার কোন কিছুই বন্ধন ধরে রাখতে পারে না। এজন্য সকল বন্ধুদের খোঁজ খবর রাখতে হবে। কেউ যাতে বেদয়াতি মাদরাসায় কিংবা সঠিক দ্বীন ইসলামের পথ থেকে সরে যেতে না পারে। যদি কখনো কেউ, এরকম করে থাকে তাহলে তাদেরকে বুঝাতে হবে। জাহান্নামের পথ থেকে জান্নাতের দিকে নিয়ে আসতে হবে।.

আরও বলেন, শুধু ২০৫০ সাল নয়, তোমাদের মিশন হতে হবে জান্নাত। সেখানে একত্রে সকল বন্ধু মিলে যেন দুনিয়ার মতো থাকতে পারো। একসঙ্গে চলাফেরা করতে পারো। তাকওয়ার ভিত্তিতে সে লক্ষ্য পূরণে সকলে মিলে কাজ করতে হবে। কোনভাবেই যেন কোন একজন বন্ধুও পথভ্রষ্ট না হয়। পরিবেশগত কারনেও যেন কেউ আমলে পিছিয়ে না পড়ে।.

উল্লেখ্য, আস-সাদিক কল্যাণ পরিষদ টুমচর মাদরাসার ‘দাখিল-২০০৪, আলিম-২০০৬, ফাজিল-২০০৯ ও নোয়াখালী ইসলামিয়া কামিল মাদরাসার কামিল-২০১১ ব্যাচের’ শিক্ষার্থীদের নিয়ে গঠিত হয়েছে। ‘একতাই শক্তি, বিভাজনে পতন’ স্লোগানে গঠিত পরিষদটির মূল উদ্দেশ্য হচ্ছে, পারস্পরিক বন্ধুত্ব সুদৃঢ় করা। ঈমান, ইসলাম ও আর্তমানবতার কল্যাণে নিজেদের সম্পৃক্ত করাসহ নেক আমলের কাজগুলো করে যাওয়া।.

.

ডে-নাইট-নিউজ / লক্ষ্মীপুর প্রতিনিধি :

সারাদেশ বিভাগের জনপ্রিয় সংবাদ