
আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা বলছে, রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৬.৩। .
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থাটি জানিয়েছে, স্থানীয় সময় বুধবার ভোর ৫টা ১০ মিনিটের দিকে ভূমিকম্পটি আঘাত হানে। ভূমিকম্পের উপকেন্দ্রটি হেরাত প্রদেশের রাজধানী হেরাত সিটি থেকে মাত্র ২৯ কিলোমিটার দূরে অবস্থিত। .
তালেবানের জনস্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ভূমিকম্পে ২১ গ্রামে ২৫০০ জনেরও বেশি নিহত হয়েছেন। তবে আরও অনেক হতাহতের আশঙ্কা করা হচ্ছে।.
বিশ্ব স্বাস্থ্য সংস্থার একজন কর্মকর্তা বলেছেন, অনুসন্ধান ও উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে এবং হতাহতের সঠিক সংখ্যা, বাড়িঘর, প্রাঙ্গণ, ধ্বংসপ্রাপ্তের সঠিক সংখ্যা এখনো নিশ্চিত করা যায়নি।. .
ডে-নাইট-নিউজ /
আপনার মতামত লিখুন: