
প্লাবন শুভ, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাবেক গণশিক্ষামন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. মোস্তাফিজুর রহমান ফিজার এমপি বলেছেন, শিক্ষকরা হলেন মানুষ গড়ার কারিগর। একজন আদর্শ শিক্ষক পারেন দেশ ও জাতিকে সুশিক্ষিত সুনাগরিক উপহার দিতে। শিক্ষকরা চাইলেই বর্তমান প্রজন্মকে এমনভাবে গড়ে তুলতে পারেন, যারা আগামীতে দেশের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে নেতৃত্ব দিবে। বিশ^ দরবারে নিজ দেশকে আলোকিত করতে পারে। আগে শিক্ষকদের অনেক মান ছিল। তারা পয়সার বিনিময়ে নয়, তারা সুনাগরিক গড়ে তোলার লক্ষ্যে পাঠদান করতেন। তখন শিক্ষকদের অন্যরকম মর্যাদা ছিল। তাই সকল শিক্ষকদের উচিৎ পূর্বের শিক্ষকদের পাঠদানের কলা-কৌশল অবলম্বন করে পাঠদান নেয়া। তাদের মতো করে নিজেদেরকে এই মহান পেশায় নিয়োজিত করতে হবে। কেনোনা মানুষ গড়ার কারিগর একমাত্র শিক্ষকরাই। শিক্ষকতা নামের এ মহান পেশা আছে বলেই আমরা শিক্ষাগ্রহণ করতে পারছি। শিক্ষাকে কাজে লাগিয়ে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পারছি। বিশ^ শিক্ষক দিবসে সকল শিক্ষকদের সালাম ও শ্রদ্ধা জানাই। যাদের হাত ধরে আমি শিক্ষাগ্রহণ করেছি সেসকল শিক্ষকদের প্রতি আমার কৃতজ্ঞতা। তাদের প্রতি অবিরাম শ্রদ্ধা ও ভালোবাসা।
বৃহস্পতিবার (৫ অক্টোবর) দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান সুজাপুর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে বিশ^ শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেছেন। সকাল ১০ টায় সুজাপুর সরকারি মডেল উচ্চ বিদ্যালয় থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রা শেষে বিদ্যালয় সভাকক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সঞ্জয় কুমার চক্রবর্ত্তী।.
এতে সহকারী শিক্ষক রঞ্জন প্রামানিকের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাবেক গণশিক্ষামন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. মোস্তাফিজুর রহমান ফিজার এমপি, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিদ্যালয়টির প্রাক্তন শিক্ষক ফুলকুঁড়ি বিদ্যানিকেতন কিন্ডার গার্টেন স্কুলের অধ্যক্ষ মো. মজিবুর রহমান, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান বাবুল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মঞ্জুরায় চৌধুরী, প্রাক্তন শিক্ষক আবুল কালাম।
এছাড়াও বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোশাররফ হোসেন, সহকারী শিক্ষক খায়রুল আলম, সহকারী শিক্ষক মোফাজ্জল হোসেন, সহকারী শিক্ষক সঞ্জীব কুমার চক্রবর্ত্তী, সহকারী শিক্ষক ফৌজিয়া খানম, সহকারী শিক্ষক লাইজু বেগম, সহকারী শিক্ষক সুজন সরকার, সহকারী শিক্ষক নবিউল ইসলাম, সহকারী শিক্ষক আশফাকুল আলম প্রমুখ।
শেষে আনুষ্ঠানিকভাবে কেক কেটে দিবসটি পালন করা হয়। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ উপস্থিত ছিলেন।
.
.
ডে-নাইট-নিউজ /
আপনার মতামত লিখুন: