আওয়ামী লীগের শান্তি সমাবেশ থেকে দলটির দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় নিহত মাদরাসা ছাত্র হাফেজ রেজাউল করীমের খুনিদের গ্রেপ্তার ও জাতীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী আজ শনিবার (৫ আগস্ট) বিক্ষোভ সমাবেশ করবে ইসলামী আন্দোলন বাংলাদেশ।.
বিকাল ৩টায় বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেট থেকে দলটির সমাবেশ শুরু হবে।.
এর আগে গত ২৮ জুলাই আ‘লীগের দুই গ্রুপের সংঘর্ষে হওয়া হামলায় নিহত হন মাদরাসা ছাত্র হাফেজ রেজাউল করীম।.
বিকেলের বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলের মহাসচিব প্রিন্সিপাল হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ। সভাপতিত্ব করবেন সংগঠনের ঢাকা মহানগর উত্তর সভাপতি অধ্যক্ষ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ।. .
ডে-নাইট-নিউজ /
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
আপনার মতামত লিখুন: