• ঢাকা
  • সোমবার, ১৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ২৯ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

অলংকারী ইউনিয়ন ওয়েলফেয়ার ট্রাস্টের সেলাই মেশিন পেলেন ৬৫ নারী


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: শনিবার, ২৪ ফেরুয়ারী, ২০২৪ খ্রিস্টাব্দ, ০৭:৫০ পিএম;
অলংকারী ইউনিয়ন ওয়েলফেয়ার ট্রাস্টের সেলাই মেশিন পেলেন ৬৫ নারী
অলংকারী ইউনিয়ন ওয়েলফেয়ার ট্রাস্টের সেলাই মেশিন পেলেন ৬৫ নারী

যুক্তরাজ্য ভিত্তিক প্রতিষ্ঠিত বিশ্বনাথ উপজেলার অলংকারি ইউনিয়ন ওয়েলফেয়ার এন্ড ডেভেলপমেন্ট  ট্রাস্ট ইউকের অর্থায়নে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। .

আত্মনির্ভরশীলতা ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ২৪ ফেব্রুয়ারী শনিবার দুপুরে অলংকারী ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আনুষ্ঠানিক ভাবে ৬৫ জন নারীকে সেলাই মেশিন ও আনুষঙ্গিক যন্ত্রপাতি প্রদান করা হয়। .

দীর্ঘদিন ধরে সমাজসেবায় অবধান রাখা জনকল্যাণমুখী সংগঠন অলংকারী ইউনিয়ন ওয়েলফেয়ার এন্ড ডেভেলপমেন্ট ট্রাস্ট ইউকে ইউনিয়নের হতদরিদ্র পরিবারের বেকার নারীদেরকে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ ও কর্মসংস্থান তৈরি করে দিতে উদ্যোগ গ্রহণ করে। এ লক্ষ্য বাস্তবায়ন করতে ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে আগত নারী প্রশিক্ষনার্থীদের দক্ষ প্রশিক্ষক দ্বারা এক মাস সেলাই প্রশিক্ষণ কর্মশালা প্রদান করা হয়। আজ প্রশিক্ষণের সমাপনী দিনে প্রশিক্ষণ শেষে তাদের হাতে ট্রাস্টের পক্ষ থেকে মেশিন ও আনুষঙ্গিক যন্ত্রপাতি প্রদান করেন অনুষ্ঠানের অতিথিবৃন্দ।.

এ উপলক্ষে দুপুরে ট্রাস্টের সাধারণ সম্পাদক যুক্তরাজ্যে বসবাসরত দেলোয়ার হোসেইন এর পরিচালনায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ট্রাস্টের সভাপতি যুক্তরাজ্য প্রবাসী বাবরুল হোসেন বাবুল। .

ট্রাস্টের ট্রাস্টী যুক্তরাজ্য প্রবাসী হাফিজ আরিফুল ইসলাম এর কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি এ টি এম সুয়েব আহমদ।.

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন অলংকারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান লিটন,  ৫ নং দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজ আরব খান, ৮ নং দশঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমাদ উদ্দিন খান, সমাজসেবী শিরিন চৌধুরী আলী, হাজী সবুর আলী, সমাজসেবক কিরন উদ্দিন, ট্রাস্টের সহ-সভাপতি আব্দুর রব, ট্রেজারার আব্দুল আলীম, শালিস ব্যাক্তিত্ব সাজিদুর রহমান সোহেল, ট্রাস্টের প্রচার সম্পাদক সুহেল আরব আলী, ঘোরন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আমির আলী, ট্রাস্টের সাবেক সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, প্রবাসী হারুন খান হাফিজ। .

এসময় ট্রাস্টের মানবিক এমন কার্যক্রমের দ্বারা ভবিষ্যাত ব্যাপী চলমান রাখার আহবান ও এধরণের ব্যাতিক্রমী কাজের সফল বাস্তবায়ন হওয়ায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ভূয়সী প্রশংসা করে আরো বক্তব্য রাখেন, আল মুছিম স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল মানিক মিয়া, ব্যবসায়ী সুজন উদ্দিন খান, প্যানেল চেয়ারম্যান ফজলু মিয়া, ইউপি সদস্য আলহাজ্ব শামীম আহমদ, মাসব্যাপী প্রশিক্ষণ ও সেলাই মেশিন বিতরণ কর্মসূচি ও ট্রাস্টের কো-অর্ডিনেটর সাংবাদিক এ কে এম তুহেম, সাবেক কো-অর্ডিনেটর রাসেল আলী,  ছাত্র নেতা রুহেল মিয়া। প্রশিক্ষনার্থীদের মধ্যে বক্তব্য রাখেন, সৈয়দা রুমানা ও তামান্না বেগম।.

একমাস প্রশিক্ষণ প্রদান করেন সেলাই মাস্টার আব্দুল কাদির ও ফাহমিদা বেগম। .

এসময় প্রশিক্ষনার্থীদের যাতায়াত খরচের জন্য নগদ অর্থ সহায়তা করেন যুক্তরাজ্য প্রবাসী আনছার আলী। .

এসময় উপস্থিত ছিলেন রেসকিউ লাইফ ফাউন্ডেশন এর সভাপতি আব্দুন নুর তুষার, সহ-সভাপতি নাহিদ আহমদ সুয়েব, শেখ সামাদ, সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম সাব্বির সহ প্রশিক্ষনার্থীদের অভিভাবক ও এলাকার বিভিন্ন শ্রেণি পেশার ব্যক্তিবর্গ। . .

ডে-নাইট-নিউজ / মোঃ সায়েস্তা মিয়া, বিশ্বনাথ।

সারাদেশ বিভাগের জনপ্রিয় সংবাদ