গতকাল ২৩ অক্টোবর ২০২১, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের অন্তর্গত বনানী থানা আওয়ামী লীগের অত্যন্ত গুরুত্বপূর্ণ ইউনিট, ১৯ নং ওয়ার্ড আওয়ামীলীগ কর্তৃক আয়োজিত প্রাথমিক নতুন সদস্য সংগ্রহ ও নবায়নের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানের সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন ১৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ১৯ নং ওয়ার্ড থেকে বারবার নির্বাচিত জননন্দিত কাউন্সিলর ১৯ নং ওয়ার্ডের গণমানুষের প্রতিনিধি জনাব বীর মুক্তিযোদ্ধা হাজী মফিজুর রহমান মফিজ। আরো উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের নেতৃবৃন্দ এবং বনানী থানা আওয়ামী লীগ,যুবলীগ, ছাত্রলীগের সর্বস্তরের নেতৃবৃন্দ। সভায় সভাপতির বক্তব্য রাখার সময় কাউন্সিলর মফিজ সাহেব বলেন “আমি জনতার কাউন্সিলর, আমি জনগণের সেবা করতে এসেছি। আমি রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা এবং আমি সারা জীবন বঙ্গবন্ধুর আদর্শে ও দেশরত্ন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে চলতে চাই।”.
. .
ডে-নাইট-নিউজ / মোঃ রাফিজ হাসান
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
আপনার মতামত লিখুন: