ঝিনাইদহে আওয়ামী লীগের বিক্ষোভ সমাবেশে আব্দুল হাই.
“৭১’রের পরাজিত শক্তিকে মাথা তুলতে দেয়া হবে না”.
.
ঝিনাইদহে বিএনপি জামায়াতের আগুন সন্ত্রাসের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল ও শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচী পালন করেছে ঝিনাইদহ জেলা আওয়ামী লীগ। এ উপলক্ষ্যে শহরে বিক্ষোভ মিছিল করে দলটি মিছিলটি দলীয় কার্যালয় থেকে বের হয়ে শহর প্রদক্ষিন করে। মিছিল শেষে ঝিনাইদহ পোস্ট অফিস মোড়ে আয়োজিত সমাবেশে জেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল হাই এমপি, সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু, সাবেক এমপি সফিকুল ইসলাম অপু, বাবু জীবন কুমার বিশ্বাস, নজরুল ইসলাম বিশ্বাস মাসুদ আহম্মদ সনজু, আক্কাস আলী, গোলাম সরোয়ার সউদ, সারোয়ার জাহান বাদশা, আসাদুজ্জামান, অশোক ধর, মুঞ্জুর পারভেজ তুষার, এ্যাড আব্দুল মালেক, এ্যাড বিকাশ কুমার প্রমুখ বক্তব্য রাখেন। সমাবেশে আব্দুল হাই এমপি বলেন, ৭১ সালে পরাজিত শক্তি দেশে আবারো আগুন সন্ত্রাস শুরু করেছে। তারা ঢাকায় বাসে আগুন দিয়েছে। পুলিশের উপর হামলা করেছে। তিনি বলেন, বিএনপি জামায়াতের এই অপশক্তিকে রুখে দিতে হবে। তিনি বলেন, একমাত্র জননেত্রী শেখ হাসিনার কাছে বাংলাদেশ নিরাপদ।.
.
ডে-নাইট-নিউজ / আতিকুর রহমান, ঝিনাইদহ প্রতিনিধিঃ
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
আপনার মতামত লিখুন: